কলকাতা, 22 নভেম্বর: আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) গ্রাম বাংলায় মহাগুরুর জনপ্রিয়তাকে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির ৷ তাই এখনই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) শুরু করছেন জেলা সফর ৷ সেই কারণে মঙ্গলবার কলকাতায় পৌঁছান তিনি ৷ বিজেপি (BJP) সূত্রে খবর, আগামিকাল বুধবার থেকেই তাঁর জেলা সফর শুরু হতে চলেছে ৷
এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন ৷ তবে এবার তাঁর ঠিক কী কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি ৷ তিনি জানিয়েছেন যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁকে ডেকে পাঠিয়েছেন ৷ তাই তিনি এসেছেন ৷ কী কর্মসূচি রয়েছে, তা নেতাদের সঙ্গে কথা বললেই তিনি জানতে পারবেন ৷
তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামিকাল থেকে জেলা সফরে বের হচ্ছেন মিঠুন ৷ আগামী 27 নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘুরবেন তিনি । আগামিকাল পুরুলিয়া থেকে তাঁর জেলা সফর শুরু হচ্ছে ৷ এরপর রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা । তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ৷