কলকাতা, 17 মে : নারদ কাণ্ডে গ্রেফতার হলেন ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভন ৷ এদিন সকালেই তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই ৷ তারপরই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই ঘটনায় রাজনীতি খুঁজতে যাওয়া ঠিক হবে না ৷ তৃণমূল নেতা-মন্ত্রীদের এখন তদন্তে সহযোগিতা করা উচিত ৷
জয়প্রকাশ বলেন, "অনেকদিন ধরেই তদন্ত চলছিল ৷ সমাজের বিভিন্নস্তরের মানুষই প্রশ্ন তুলেছিলেন তদন্তে দেরি হওয়ায় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছিল কোর্টের নির্দেশে ৷ এটা আমাদের ভুলে গেলে চলবে না ৷ আজকের ঘটনা সেই তদন্তের একটা পদক্ষেপ মাত্র ৷ গোটা বিষয়টিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কোর্টের হাতে রয়েছে ৷ তাই এবিষয়ে কোনও রাজনৈতিক দলগুলির এমন কোনও বক্তব্য বা মন্তব্য করা উচিত নয় যাতে করোনা আবহে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷"