পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় হনুমান চালিশা পাঠে বাধা, কাঠগড়ায় পুলিশ

আজ BJP কর্মীদের মধ্যে হনুমান চালিশা বিতরণ করেন হাওড়ার BJP যুব মোর্চার নেত্রী ইশরাত জাহান । তাঁর উপস্থিতিতেই আজ হাওড়া AC মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । সেইসময় পুলিশ না কি হনুমান চালিশা পাঠে বাধা দেয় ।

ইশরাত জাহান

By

Published : Jul 16, 2019, 11:00 PM IST

Updated : Jul 16, 2019, 11:20 PM IST

হাওড়া, 16 জুলাই : রাস্তায় হনুমান চালিশা পাঠে বাধা দিয়ে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । হাওড়ার ডবসন রোডের ঘটনা ।

আজ BJP কর্মীদের মধ্যে হনুমান চালিশা বিতরণ করেন হাওড়ার BJP যুব মোর্চার নেত্রী ইশরাত জাহান । তাঁর উপস্থিতিতেই আজ হাওড়া AC মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন BJP কর্মী-সমর্থকরা । সেইসময় পুলিশ না কি হনুমান চালিশা পাঠে বাধা দেয় । গার্ডরেল দিয়ে রাস্তাকে দু'ভাগ করা হয় পুলিশের তরফে । রাস্তার একদিকে বসে না কি BJP কর্মীদের হনুমান চালিশা পাঠ করতে বলেন পুলিশ কর্মীরা । এনিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় BJP কর্মীদের । এরপরই পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ ।

মারধর করছে পুলিশ

ইশরাত জাহান বলেন, " রাস্তায় বসে10 মিনিট হনুমান চালিশা পাঠ করতে আপত্তি কোথায় ? হিন্দুদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন ।"

BJP-র রাজ্য নেতা উমেশ রায় বলেন, "ডবসন রোড যেমন গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক তেমনি পিলখানার GT রোডও একই গুরুত্বপূর্ণ রাস্তা । সেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোক ধর্মাচারণ করে । তাদের আটকানোর ক্ষমতা আছে পুলিশের ?"

Last Updated : Jul 16, 2019, 11:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details