কলকাতা, 23 জানুয়ারি: রাজ্যে 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসেবে গরমিল । কেন্দ্র থেকে পাওয়া এই টাকার সঠিক হিসেব নেই । পৌর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসেবে গরমিলের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা । সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ।
মামলাকারীর অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই 2.29 লক্ষ কোটি খরচের । জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় । মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা আছে । 2021 সালের ক্যাগ(CAG) রিপোর্টে যেটা পাওয়া গিয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে এই অর্থ খরচের কোনও ইউটিলাইশেন সার্টিফিকেট নেই । অর্থাৎ কোথায় কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তার তথ্য নেই । এই রিপোর্টকে হাতিয়ার করেই মামলা দায়ের হয়েছে ।