কলকাতা, 18 জানুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আবহে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ ৷ তবে বিধি মেনে কম সংখ্যক লোক নিয়ে খোলা যাচ্ছে বার, রেস্তোরাঁ, জিম, থিয়েটর, সিনেমা হল ৷ সোমবার যাত্রাপালা ও সিরিয়ালের শুটিং নিয়েই বিধি নিষেধ শিথিল করেছে রাজ্য ৷ এই নিয়ে এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises WB Government) ৷
মঙ্গলবার টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লেখেন, "ওরা যত বেশি জানে, তত কম মানে ! তাই বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, থিয়েটার, যাত্রাপালা, সিরিয়াল শুটিং শুরু হলেও বন্ধ থাক শিক্ষাঙ্গণ, নষ্ট হোক পড়ুয়াদের ভবিষ্যৎ, না হলেই ওরা প্রশ্ন করবে চাকরি কোথায় ? নিজের পায়ে দাঁড়াতে সরকার কী করছে? পেট ভরাতে ভিন রাজ্যে কেন যেতে হবে ?"