কলকাতা, 2 জানুয়ারি : "ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আর কেউ আছে ? কী করতে যাচ্ছেন ?", বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি ৷ দিলীপ বলেন, ত্রিপুরার লোক বুঝিয়ে দিয়েছে এরকম পার্টি ত্রিপুরায় চলবে না ৷ (BJP leader Dilip Ghosh criticises Abhishek Banerjee)
রাজ্যে আংশিক লকডাউনের সম্ভাবনা দেখা যাচ্ছে । এ বিষয়ে তিনি জানালেন, সারা দুনিয়ায় করোনা বাড়ছে ৷ কিন্তু করোনা কেন বাড়ছে, কী ভাবে আটকানো যাবে, তা ঠিক করে কেউ বলতে পারছেন না ৷ তাই সকলের সাবধান থাকা উচিত বলে জানালেন বিজেপি নেতা । নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে ৷
বড়দিন, নতুন বছর উপলক্ষ্যে ভিড় হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ এই ভিড় সামলানো প্রসঙ্গে তিনি বলেন, "ভিড় তো ভিড় ৷ সেটা নিয়ন্ত্রণ করাটা পুরোপুরি কারো হাতে থাকে না । অত্যধিক ভিড় না হয় সেটার জন্য প্রথম থেকে পদক্ষেপ করা উচিত ছিল ।" তিনি জানান, মানুষ দেড় দু'বছর ধরে বেরতে পারেননি ৷ এখন সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছেন । দু-চারদিন পর বোঝা যাবে প্রতিক্রিয়া কী হয় । এর ফলে সংক্রমণ হচ্ছে কি না, কেমন হচ্ছে, তা বোঝা যাবে । তারপর সরকারের বিবেচনা করা উচিত । নির্বাচন আসছে, উৎসব চলছে । তাই দুশ্চিন্তা প্রকাশ করেন বিজেপি নেতা ৷
আরও পড়ুন : SMC Election 2022 : প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দেয়নি শাসকদল, শিলিগুড়িতে বিক্ষোভ মহিলা তৃণমূল কর্মীদের