কলকাতা, 17 নভেম্বর : "রেশন ডিলারদের হয়তো বলেছে আপনারা করুন, যা বাঁচবে নিয়ে নিন আর লোককে দেখাচ্ছে আমি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ৷" আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷
বিজেপি নেতা জানান, মানুষ বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার ব্যবস্থা চায়নি ৷ তিনি বলেন, "সরকার লোককে দেখাচ্ছে আমি আপনাদের জন্য কত ভাবছি ৷ মানুষ যা চায়নি, তা নিয়ে অযথা জটিলতা তৈরি করছে সরকার ৷" তাঁর প্রশ্ন দূরে কোথাও যেতে হলে, যেমন নিউটাউনের কোনও বাড়ির সাত তলায় রেশন পৌঁছাতে হয়, তাহলে তা কে পৌঁছাবে ? দিলীপ ঘোষ জানান, রেশন ডিলাররা ইতিমধ্যে জানিয়েছেন যেটুকু কমিশন তাঁরা পান, তা লোক রাখতে আর গাড়ি ভাড়া দিতে খরচ হয়ে যাবে ৷ এমনকি এ বিষয়ে রেশন ডিলারদের আদালতে যেতে হয়েছে জানিয়ে তবে তিনি বলেন, "যাঁদের সত্যি দরকার, তাঁদের জন্য করা হোক ৷" তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, দুয়ারে সরকার করতে গিয়ে মানুষ অবহেলিত হচ্ছে ৷ তিনি বলেন, "মানুষ রাস্তায় পড়ে আছেন না খেতে পেয়ে, মারা যাচ্ছেন ৷ গুলি চলছে, লাঠি চার্জ করা হচ্ছে ৷ কেবল রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে ৷"
আরও পড়ুন : Mamata Banerjee: দুয়ারে রেশনের উদ্বোধনে বিক্ষোভ রেশন ডিলারদের, অনুষ্ঠান থামিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর
গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি রেশন ডিলারদের ধনী শ্রেণির বলে মনে করেন ৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "তিনি রেশন ডিলারদের ঘুরিয়ে ধমকাচ্ছেন ৷ ভয় দেখিয়ে, ধমকে বেশিদিন সরকার চালানো যায় না ৷" তিনি জানান, রেশন ডিলারদের সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত ৷ তাঁরা যদি খুশি না হন, তাঁরা যদি ঠিকঠাক ব্যবস্থা না নেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট বাড়বে ৷ তিনি আরও মনে করিয়ে দেন যে, দিল্লিতে আদালত রায় দিয়ে এই ব্যবস্থা বন্ধ করিয়ে দিয়েছে ৷
বিজেপি নাকি চায় না পুরভোট হোক, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এটা অযোগ্যতা চাপা দেওয়ার একটা ভাল রাস্তা ৷" তিনি জানান, এসএসসি, টেট পরীক্ষা নিয়ে অনেক বার মানুষ আদালতে গিয়েছে ৷ এর জন্য তৃণমূল সরকার বিরোধীদের দায়ী করেন ৷ বিজেপি নেতা বলেন, "এখনও ওরা দুর্নীতিমুক্ত পরীক্ষা করাতে পারেননি ৷ সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যায় ৷ আর আগে থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়ে যায় ৷" এ প্রসঙ্গে তিনি জানান, এমনকি যে চাকরির পরীক্ষা দেয়নি, সেও চাকরি পেয়েছে ৷ মানুষ আদালতে যান ফয়সালার জন্য ৷ কারণ, তাঁর কথায় "সরকার কোনও কথা শোনে না ৷ সরকারের থেকে কোনও ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা নেই ৷ "