পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : খড়্গপুর-শুটআউটে খুন তৃণমূল নেতা, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করলেন দিলীপ ঘোষ - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফর

"আমাদের চেয়ারম্যানের খুব খাস লোক ছিলেন তিনি", খড়গপুরে গুলিতে খুন তৃণমূল নেতা প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ ৷ এর জন্য ঘাসফুলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি (BJP leader Dilip Ghosh alleges TMC inner clash in Kharagpur Shootout) ।

Dilip Ghosh Eco Park
ইকোপার্কে দিলীপ ঘোষ

By

Published : Jun 28, 2022, 1:09 PM IST

ইকোপার্ক, 28 জুন : "সব জায়গায় ওদের নিজেদের মধ্যে গ্যাং ক্ল্যাস চালু হয়ে গিয়েছে । আমাদের চেয়ারম্যানের খাস লোক ছিলেন । ছেনুর সঙ্গে যোগাযোগ ছিল । খড়গপুরকে যারা অশান্ত করে রেখেছে, তার বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড । তাদের ব্যবহার করে তৃণমূল ক্ষমতায় এসেছে । ভোটের সময় এরাই কাজ করে। ওখানে তোলা এরাই তোলে। ওখানে যত অশান্তি করে এরাই। প্রশাসনিক ব্যর্থতা ছাড়া কিছু না", খড়্গপুরে তৃণমূল নেতা খুন প্রসঙ্গে মঙ্গলবার সকালে সাংবাদিকদের বললেন দিলীপ ঘোষ ৷ এছাড়া সাম্প্রতিক কয়েকটি বিষয়ে তাঁর বক্তব্য জানালেন ৷

  • শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে ধর্না সিজিওর সামনে

ওদের হাতে সরকার, পুলিশ, সিআইডি । ধরুন । গ্রেফতার করুন । এরকম নাটক করার কোনওদিন দরকার নেই । এদের নেতৃত্বে আছেন কুণাল ঘোষ । আসলে যে শিয়ালের লেজ কাটা গিয়েছে, সে চায় সবার লেজ কাটা হোক । আমাদের উপর 42 হাজার কেস আছে । পার্টি উঠে যাবে । খুনোখুনি শুরু হয়ে গিয়েছে ।

ওরা দেখাতে চাইছে, তৃণমূল বিজেপি সমান । মদন বা কুণালকে আপনারাই গ্রেফতার করেছিলেন । আপনারাই প্রমাণ করেছেন চোরেরা আপনাদের সঙ্গে আছে । যদি মনে করে কেউ খারাপ কাজ করে সাজা দিতে পারেন । আপনারা সাজা দিন । ধর্না করে নাটকের কী প্রয়োজন ? কুণাল নিজেই দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী সুবিধা পেয়েছেন । এটা বিজেপি নয়, যে ঝাড়াই বাছাই হবে ৷

ইকোপার্কে তৃণমূল সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ
  • অসমের সরকার হোটেল নিয়ে ব্যস্ত । শিলচর নিয়ে হুঁশ নেই ।
    অসমে ভয়াবহ বন্যার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গুয়াহাটির হোটেলে থাকা শিবসেনা নেতাদের নিয়ে ব্যস্ত ৷ এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের নেতা বলেন, "এসব যাঁরা বলছেন, তাঁরা ত্রাণ নিয়ে অসম যান । ভোটের জন্য তো গিয়েছিলেন । আমাদের সরকার অসম থেকে মহারাষ্ট্র গিয়ে আমরা সরকার ভাঙিনি । আমরা ত্রিপুরাতে অভিষেককে জেড প্লাস ক্যাটাগরি দিয়েছি । এটা একমাত্র বিজেপিই পারে । অন্য রাজ্যের লোক এলে তাকে ঢিল মারি না । ঘেরাও করি না। কালো পতাকা দেখাই না । গো ব্যাক বলি না । এটা বিজেপির কালচার নয় ।"
  • অভিষেকের মেঘালয় সফর

মেঘালয় যাওয়া ভালো। চেরাপুঞ্জির বৃষ্টি দেখে আসুন। মন ভালো থাকবে। চারিদিকের অবস্থা দেখে মন খুব খারাপ।

ABOUT THE AUTHOR

...view details