পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার BJP নেতা বাবান ঘোষ, জড়াল মুকুলের নাম - জড়ালো মুকুলের নাম

প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হল মুকুল ঘনিষ্ঠ BJP নেতা বাবান ঘোষকে ৷ মুকুল রায়ের নামও জড়িয়েছে এই ঘটনায় । অভিযোগ, রেলের জমি পাইয়ে দেওয়ার নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় 40 লাখ টাকা নেওয়া হয়েছে । মুকুল রায়ের নাম করেই ওই টাকা নেওয়া হয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Aug 21, 2019, 1:55 PM IST

Updated : Aug 21, 2019, 2:53 PM IST

কলকাতা, ২১ অগাস্ট: আবারও প্রতারণার মামলা । গ্রেপ্তার করা হল মুকুল রায় ঘনিষ্ঠ BJP নেতা বাবান ঘোষকে ৷ মুকুল রায়ের নামও জড়িয়েছে এই ঘটনায় । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাবান ঘোষ নামে ওই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে সরশুনা থানার পুলিশ । আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে ।

পুলিশ সূত্রের খবর, এই বিষয়ে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী । অভিযোগ, রেলের জমি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে দফায় দফায় 40 লাখ টাকা নেওয়া হয়েছে । মুকুল রায়ের নাম করেই ওই টাকা নেওয়া হয়েছে । কিন্তু তিনি রেলের জমি পাননি । বাবান ঘোষ ওই টাকা আত্মসাৎ করেছেন । বাবান ওই ব্যবসায়ীকে বলেছিলেন, মুকুল রেলমন্ত্রী ছিলেন । কিন্তু এখন BJP সরকার । মুকুলও BJP-তে । তিনি রেলের অনেক কিছুই করতে পারেন । ব্যবসায়ীর দাবি, এভাবেই তাঁর কাছ থেকে 40 লাখ টাকা নেওয়া হয় ।

অভিযোগপত্র

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুকুল রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এর আগে বড়বাজারের একটি প্রতারণা মামলাতেও মুকুলের নাম জড়িয়েছিল । সেই মামলার সূত্র ধরে ব্যাঙ্কশাল আদালত মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । তবে হাইকোর্টের নির্দেশে সেই পরোয়ানায় আপাতত স্থগিতাদেশ রয়েছে । এরই মাঝে ফের আরও একটি প্রতারণায় জড়াল মুকুল রায়ের নাম ।

Last Updated : Aug 21, 2019, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details