পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Arrested: গাঁজা পাচারের অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করল লালবাজার - Kolkata Police arrests BJP leader

গাঁজা পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে হাওড়ার এক বিজেপি নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা (BJP leader arrested for alleged link with cannabis smuggling)।

ETV Bharat
BJP Leader Arrested

By

Published : Dec 6, 2022, 7:15 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: গাঁজা পাচারে সাহায্য ও গাড়ি সরবরাহ করার অভিযোগে এবার বিজেপি'র প্রাক্তন মণ্ডল সভাপতি অষ্ট নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা । হাওড়া সিটি পুলিশের সাহায্যে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (নারকোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985) আইনে মামলা রুজু করা হয়েছে (BJP leader arrested for alleged link with cannabis smuggling ) ।

লালবাজার সূত্রে খবর, গাঁজা পাচার করার অভিযোগে কয়েকমাস আগে হাওড়া থেকে রফিক নামে এক যুবককে গ্রেফতার করেন লালবাজারের নারকোটিক্স সেলের গোয়েন্দারা । রফিককে জেরা করেই বিজেপি'র এই নেতার নাম উঠে আসে ৷ এরপরেই মঙ্গলবার কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের গোয়েন্দারা হাওড়ার ডোমজুড়ের প্রাক্তন বিজেপি মণ্ডলের সভাপতি অষ্ট নস্করকে গ্রেফতার করে (BJP Leader Arrested) ।

আরও পড়ুন:যাদবপুরের রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থা ! গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় এবং হাওড়ার শহর ও হাওড়া গ্রামীণ এলাকায় গাঁজা সরবরাহ করার অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে । গাঁজা সরবরাহ করার জন্য গাড়ি দিয়ে বিভিন্ন ডিলারকে সাহায্য করত এই ব্যক্তি ৷ মূলত কোন পথে এই রাজ্যে মাদক ঢুকছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা (Kolkata Police arrests BJP leader) ৷

ABOUT THE AUTHOR

...view details