কলকাতা, 8 মার্চ: গরুপাচার মামলায় অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা এখন দিল্লিতে ৷ রাজনৈতিক মহলের একটা অংশ মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ অনুব্রত মণ্ডল ৷ মমতা তাঁকে প্রকাশ্যেই 'কেষ্ট' বলে ডাকেন ৷ আর তাই অনুব্রতর এই ইডি-হেফাজতে কি তৃণমূল নতুন করে কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে ? প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল ৷ তবে এই সুযোগে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, "মানুষের রক্ত শোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য তৈরি করেছেন ৷ তার সাম্রাজ্য অপরাধের উপর দাঁড়িয়ে আছে ৷ শেষমেশ, তা ভেঙে পড়তে শুরু করেছে ৷"
গত বছর 11 অগস্ট গরুপাচার মামলার তদন্তে বোলপুরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই ৷ এরপর তাঁকে রাখা হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ দিল্লি যাত্রার আগে পর্যন্ত ছ'মাস সেটাই তাঁর ঠিকানা ছিল ৷ এর মধ্যে আয়-বহির্ভূত সম্পত্তির উৎস খুঁজতে সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করেছে ইডি ৷ এরপর তাঁকে গ্রেফতার করে ৷ তৃণমূল নেতার মেয়েকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তদন্ত চলাকালীন তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যতই তদন্ত হোক না কেন, তিনি এবং দল তাঁর পাশে আছে ৷ এমনকী তাঁর জেলা সভাপতির পদ এখনও অক্ষুণ্ণ আছে ৷ তবে কাজকর্ম দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম সারির তৃণমূল নেতা তথা মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিমও অনুব্রতকে 'বীরভূমের বাঘ' বলে উল্লেখ করে ৷