পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Malviya on Anubrata: 'মমতার সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে', অনুব্রত নিয়ে কটাক্ষ অমিতের - BJP leader Amit Malviya

আসানসোল থেকে এখন দিল্লিতে ইডি-হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ দাপুটে তৃণমূল নেতাকে 'বীরভূমের বাঘ' বলেছেন ফিরহাদ হাকিম । আগে স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ নানাবিধ আইনি প্রক্রিয়ার পর শেষমেশ দিল্লি যেতে হয়েছে অনুব্রতকে ৷ এ নিয়ে মাঠে সরব হলেন অমিত মালব্য (Amit Malviya tweets over Anubrata Mondal) ৷

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল

By

Published : Mar 8, 2023, 8:45 AM IST

Updated : Mar 8, 2023, 9:01 AM IST

কলকাতা, 8 মার্চ: গরুপাচার মামলায় অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা এখন দিল্লিতে ৷ রাজনৈতিক মহলের একটা অংশ মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ অনুব্রত মণ্ডল ৷ মমতা তাঁকে প্রকাশ্যেই 'কেষ্ট' বলে ডাকেন ৷ আর তাই অনুব্রতর এই ইডি-হেফাজতে কি তৃণমূল নতুন করে কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে ? প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল ৷ তবে এই সুযোগে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, "মানুষের রক্ত শোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য তৈরি করেছেন ৷ তার সাম্রাজ্য অপরাধের উপর দাঁড়িয়ে আছে ৷ শেষমেশ, তা ভেঙে পড়তে শুরু করেছে ৷"

গত বছর 11 অগস্ট গরুপাচার মামলার তদন্তে বোলপুরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই ৷ এরপর তাঁকে রাখা হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ দিল্লি যাত্রার আগে পর্যন্ত ছ'মাস সেটাই তাঁর ঠিকানা ছিল ৷ এর মধ্যে আয়-বহির্ভূত সম্পত্তির উৎস খুঁজতে সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করেছে ইডি ৷ এরপর তাঁকে গ্রেফতার করে ৷ তৃণমূল নেতার মেয়েকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তদন্ত চলাকালীন তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যতই তদন্ত হোক না কেন, তিনি এবং দল তাঁর পাশে আছে ৷ এমনকী তাঁর জেলা সভাপতির পদ এখনও অক্ষুণ্ণ আছে ৷ তবে কাজকর্ম দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম সারির তৃণমূল নেতা তথা মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিমও অনুব্রতকে 'বীরভূমের বাঘ' বলে উল্লেখ করে ৷

তাই দলের প্রভাবশালী নেতার গ্রেফতারি ও একেবারে দিল্লি যাত্রায় বিজেপি শিবিরকে কিছুটা হলেও রাজনৈতিক মাইলেজ দিয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ৷ বিজেপি নেতা অমিত মালব্য মমতা-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে দাগি অপরাধী হিসেবে উল্লেখ করে লেখেন, "অনুব্রত মণ্ডল একজন ভয়ঙ্কর অপরাধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ৷ তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ৷ একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তিনি (অনুব্রত) তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আশ্রয়ে বেড়ে উঠেছেন ৷" এর সঙ্গে তিনি তৃণমূল নেতার একটি ছবি পোস্ট করেন ৷ যেখানে তাঁর চোখমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ৷

আরও পড়ুন: 10 মার্চ পর্যন্ত অনুব্রতর ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

এদিকে, দোলের দিন অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করে কবিতা লিখেছেন অভিনেতা-নেতা রুদ্রনীল ঘোষ ৷ সেই কবিতাটি তিনি আবৃত্তি করে টুইট করেছেন ৷ সেখানে অনুব্রত মণ্ডলকে 'অনুমাধব' নামে সম্বোধন করে লিখেছেন, "অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি দোলের দিনে খেললে না রং তোমার সাথে আড়ি! - রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা" ৷ গরু পাচার সংক্রান্ত বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট অনুব্রত মণ্ডলকে বিমানে রাজধানী নিয়ে গিয়েছে ৷ আপাতত 10 তারিখ পর্যন্ত তিনি ইডি হেফাজতে থাকবেন ৷ কোনও ভাবেই তাঁর এই দিল্লি যাত্রা আটকাতে পারেনি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Mar 8, 2023, 9:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details