পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhabanipur Bye Election : মমতার 'পচাগলা কুকুরের ডেডবডি' মন্তব্যের কড়া সমালোচনা মালব্যের - BJP leader Sukanta Majumder

সম্প্রতি বিজেপি নেতা মানস সাহার মরদেহ নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তার রেখে দেয় বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ চলে বিক্ষোভ প্রদর্শন ৷ পুলিশ এসে পরিস্থিতি সামলায় ৷

মুখ্যমন্ত্রী ও মৃত বিজেপি নেতা মানস সাহা
মুখ্যমন্ত্রী ও মৃত বিজেপি নেতা মানস সাহা

By

Published : Sep 25, 2021, 1:05 PM IST

Updated : Sep 25, 2021, 1:47 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : "তোমার বাড়ির সামনে যদি আমি কুকুরের ডেডবডি পাঠিয়ে দিই, ভাল হবে ?" বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ গতকাল ভবানীপুর উপনির্বাচনে গিয়ে তিনি বিজেপিকে এই হুঁশিয়ারি দেন ৷ আর সেই ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷

23 সেপ্টেম্বর নব নির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে বিজেপি নেতা মানস সাহার (Manas Saha) মৃতদেহ তৃণমূল নেত্রীর বাড়ির কাছে রাস্তায় রেখে দেয় বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান-সহ বিক্ষোভ দেখাতে থাকে তারা ৷ এই ঘটনার প্রতিক্রিয়ায় গতকাল উপনির্বাচনের প্রচারে নেত্রী বলেন, "আমার বাড়ির সামনে ডেডবডি নিয়ে চলে যাচ্ছ ৷ আর আমি যদি তোমার বাড়ির সামনে একটা কুকুরের ডেডবডি পাঠিয়ে দিই ৷" এর বদলা যে তিনিও নিতে জানেন, সে প্রসঙ্গে তিনি বলেন, "ভাল হবে ? মেশিনারি আমার কাছে নেই ? এক সেকেন্ড লাগবে পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসতে ৷ তারপর তুমি 10 দিন গন্ধে খেতে পাবে না ৷"

আরও পড়ুন : BJP Protest : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে দলীয় নেতার মরদেহ রাস্তায় রেখে বিক্ষোভ বিজেপির

এই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করে অমিত মালব্য লেখেন, "এটা খুব লজ্জাজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় মানস সাহার দেহের সঙ্গে একটা পচাগলা কুকুরের মৃতদেহের তুলনা করলেন ৷ মানস সাহা ভোট-পরবর্তী হিংসার স্বীকার হয়ে মারা গিয়েছেন ৷ যেন রক্তাক্ত ভোট-পরবর্তী হিংসা দেখাটা যথেষ্ট নয় ৷ এ নিয়ে তিনি তাঁর অসংবেদনশীলতাই নিশ্চিত করলেন ৷"

উল্লেখ্য, মৃত বিজেপি নেতা মানস সাহা একুশের বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী হয়েছিলেন ৷ ফল প্রকাশের দিন তাঁর উপর হামলা হয় ৷ তারপর থেকে অসুস্থ ছিলেন তিনি ৷ 22 সেপ্টেম্বর ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ৷

Last Updated : Sep 25, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details