কলকাতা, 25 সেপ্টেম্বর : "তোমার বাড়ির সামনে যদি আমি কুকুরের ডেডবডি পাঠিয়ে দিই, ভাল হবে ?" বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ গতকাল ভবানীপুর উপনির্বাচনে গিয়ে তিনি বিজেপিকে এই হুঁশিয়ারি দেন ৷ আর সেই ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷
23 সেপ্টেম্বর নব নির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে বিজেপি নেতা মানস সাহার (Manas Saha) মৃতদেহ তৃণমূল নেত্রীর বাড়ির কাছে রাস্তায় রেখে দেয় বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান-সহ বিক্ষোভ দেখাতে থাকে তারা ৷ এই ঘটনার প্রতিক্রিয়ায় গতকাল উপনির্বাচনের প্রচারে নেত্রী বলেন, "আমার বাড়ির সামনে ডেডবডি নিয়ে চলে যাচ্ছ ৷ আর আমি যদি তোমার বাড়ির সামনে একটা কুকুরের ডেডবডি পাঠিয়ে দিই ৷" এর বদলা যে তিনিও নিতে জানেন, সে প্রসঙ্গে তিনি বলেন, "ভাল হবে ? মেশিনারি আমার কাছে নেই ? এক সেকেন্ড লাগবে পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসতে ৷ তারপর তুমি 10 দিন গন্ধে খেতে পাবে না ৷"