কলকাতা, 7 এপ্রিল : বাংলায় ভোট-হিংসার ছবি তুলে ধরতে গিয়ে জীবিত সাংবাদিককে মৃত বলে প্রচার করল বিজেপি । আর তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে । এই ঘটনার পর নাম না করে যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন ।
বিষয়টির সূত্রপাত বৃহস্পতিবার ৷ এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেশায় সাংবাদিক অভ্র জানিয়েছেন, বুধবার রাতের শিফটের পর বৃহস্পতিবার সকালে 10 টা নাগাদ ঘুম থেকে ওঠেন । উঠেই দেখেন যে ফোনে কমপক্ষে 100 টি মিসড কল এবং অসংখ্য হোয়্যাটসঅ্যাপ মেসেজ । এক বন্ধুর মেসেজ পড়ে জানতে পারেন, শীতলকুচিতে ভোট-পরবর্তী হিংসায় মৃত হিসেবে তাঁর ছবি ব্যবহার করেছে বঙ্গ বিজেপি । তারপর নিজেও সেই ভিডিয়ো দেখেন অভ্র ।
ভিডিয়ো দেখামাত্রই গতকাল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অভ্র । ফেসবুক পোস্টে লেখেন, "আমি অভ্র বন্দ্যোপাধ্যায় । একেবারে সুস্থ-সবলভাবে শীতলকুচি থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আছি । বিজেপির আইটি সেল এখন দাবি করছে যে আমি নাকি মানিক মৈত্র এবং শীতলকুচিতে মারা গিয়েছি । এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না । দয়া করে উদ্বিগ্ন হবেন না । আমি আবারও বলছি, আমি (এখনও) বেঁচে আছি ।"