কলকাতা, 9 এপ্রিল : নজরে 2023-এর পঞ্চায়েত নির্বাচন । বামেদের মডেলেই সর্বক্ষণের কর্মী নিয়োগের ভাবনা বিজেপির । 2019-এর লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে বুথে প্রচারকদের সংগঠনিক কাজের জন্য 18টি আসন দখল করে বিজেপি । আবারও 42টি লোকসভা কেন্দ্রেই প্রচারক নিয়োগ করতে চলেছে বিজেপি (BJP is recruiting full time workers in West Bengal in style of Left) ।
কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ফের নতূন করে প্রচারক নিয়োগের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে । প্রথম পর্যায়ে প্রায় 500 জন প্রচারককে নিয়োগ করা হবে । মাসিক 6 হাজার টাকা পারিশ্রমিকও দেওয়া হবে । তবে আরএসএসের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরাই প্রথম পছন্দ বিজেপির ।
সর্বক্ষণের কর্মী বা হোলটাইমার নিয়োগ করে পার্টির কাজ করানো এই রাজ্যে নতুন নয় । বাম রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিআই(এম) পার্টিতে দীর্ঘদিন ধরেই এই হোলটাইমের নিয়োগের প্রথা আছে । এবার বামেদের মডেলেই রাজ্যে হোলটাইমার নিয়োগ করবে বিজেপি । প্রথম পর্যায়ে প্রায় 500 হোলটাইমার নিয়োগের পরিকল্পনা করছে বিজেপি ।
কলকাতার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিয়োগ করা হবে হোলটাইমার । তবে প্রতিটি সাংগঠনিক জেলা ভাগ করে এই নিয়োগের পরিকল্পনা করছে বিজেপি । বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্যে হোলটাইমার নিয়োগের প্রস্তাব পাস হয়েছে । খুব শীঘ্রই এই নিয়োগের কাজ শেষ হবে বলেও জানা গিয়েছে ।