পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Full-time Workers from BJP in State : সংগঠন পোক্ত করতে বামেদের ধাঁচে রাজ্যে সর্বক্ষণের কর্মী নিয়োগ বিজেপির - Full time Workers from BJP

এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে বিজেপি (BJP is recruiting full time workers in West Bengal in style of Left) ৷ পাশাপাশি 42টি লোকসভা কেন্দ্রেই প্রচারক নিয়োগ করতে চলেছে বিজেপি । প্রথম পর্যায়ে প্রায় 500 জন প্রচারককে নিয়োগ করা হবে । মাসিক 6 হাজার টাকা পারিশ্রমিকে ৷

BJP
BJP

By

Published : Apr 9, 2022, 5:21 PM IST

কলকাতা, 9 এপ্রিল : নজরে 2023-এর পঞ্চায়েত নির্বাচন । বামেদের মডেলেই সর্বক্ষণের কর্মী নিয়োগের ভাবনা বিজেপির । 2019-এর লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে বুথে প্রচারকদের সংগঠনিক কাজের জন্য 18টি আসন দখল করে বিজেপি । আবারও 42টি লোকসভা কেন্দ্রেই প্রচারক নিয়োগ করতে চলেছে বিজেপি (BJP is recruiting full time workers in West Bengal in style of Left) ।

কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ফের নতূন করে প্রচারক নিয়োগের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে । প্রথম পর্যায়ে প্রায় 500 জন প্রচারককে নিয়োগ করা হবে । মাসিক 6 হাজার টাকা পারিশ্রমিকও দেওয়া হবে । তবে আরএসএসের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরাই প্রথম পছন্দ বিজেপির ।

সর্বক্ষণের কর্মী বা হোলটাইমার নিয়োগ করে পার্টির কাজ করানো এই রাজ্যে নতুন নয় । বাম রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিআই(এম) পার্টিতে দীর্ঘদিন ধরেই এই হোলটাইমের নিয়োগের প্রথা আছে । এবার বামেদের মডেলেই রাজ্যে হোলটাইমার নিয়োগ করবে বিজেপি । প্রথম পর্যায়ে প্রায় 500 হোলটাইমার নিয়োগের পরিকল্পনা করছে বিজেপি ।

কলকাতার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিয়োগ করা হবে হোলটাইমার । তবে প্রতিটি সাংগঠনিক জেলা ভাগ করে এই নিয়োগের পরিকল্পনা করছে বিজেপি । বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্যে হোলটাইমার নিয়োগের প্রস্তাব পাস হয়েছে । খুব শীঘ্রই এই নিয়োগের কাজ শেষ হবে বলেও জানা গিয়েছে ।

সূত্রের খবর, দুই বছরের জন্য এই সদস্যদের নিয়োগ করা হবে । পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম পর্যায়ে 500 জন । তারপর ধাপে ধাপে এই নিয়োগ আরও বাড়াবে বিজেপি । মূলত, 2023-এর পঞ্চায়েত নির্বাচন ও 2024-এর লোকসভা নির্বাচনের জন্য এই নিয়োগ করা হচ্ছে ।

হোলটাইমার নিয়োগের মূল উদ্দেশ্য হল বাংলায় বুথস্তরের সংগঠনের বিস্তার করা। 2021-এর বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর গ্রামবাংলায় সংগঠন ঢেলে সাজানো হচ্ছে রাজ্য বিজেপির । আরএসএসের প্রাক্তন প্রচারকদের মাথায় বসিয়েই মূলত বুথস্তরের সংগঠনের কাজ করার পরিকল্পনা বিজেপির ।

উল্লেখ্য, একটা সময় বামেরা এই মডেলে বাজিমাত করেছিল । 34 বছর বাংলায় লালদূর্গ বজায় রেখেছিল । এবার সেই মডেলেই বাংলায় বিজেপি হোলটাইমার নিয়োগ করছে । বিজেপির সাধারণ সম্পাদক ও এই রাজ্যের প্রচারকের দায়িত্বপ্রাপ্ত নেতা দীপাঞ্জন গুহ বলেন, " বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই প্রচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে । 2019 সালে প্রচারকদের কঠোর পরিশ্রমে বাংলায় বিজেপি ভাল ফল করেছে । কেন্দ্রীয় নেতৃত্ব বুথস্তরের সংগঠনকে মজবুত করতে চাইছে । তার জন্য বাংলায় আবারও প্রচারকদের উপরই ভরসা করা হবে । এটাই স্বাভাবিক৷"

আরও পড়ুন : Asansol By Poll 2022 : আসানসোলে অগ্নিমিত্রার অগ্নিপরীক্ষা, প্রেস্টিজ ফাইটে হেভিওয়েটেই ভরসা বিজেপির

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details