কলকাতা, 20 অগস্ট : বিধানসভার ভিতরে নয়, এবার তৃণমূলের বিরুদ্ধে বিধানসভার বাইরে রাজ্য জুড়ে আন্দোলনে নামার নীল নক্সা তৈরি করছে বিজেপি । পুজোর পরই 294টি বিধানসভা কেন্দ্রে আন্দোলনে ঝাঁপাতে চলেছে বিজেপি । মূলত স্থানীয় ইস্যুগুলি নিয়ে ময়দানে নামবে দল । ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি একাধিকবার দলীয় সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন । কী কী বিষয় নিয়ে আন্দোলনে নামা হবে তার একটা তালিকা তৈরি হয়েছে ওই বৈঠকে ।
বিজেপি সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে রাজ্যের মানুষের আর্থিক অবস্থা খুবই করুণ । কিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালাচ্ছেন না । এর ফলে জেলা থেকে বহু মানুষ শহরে আসতে পারছেন না । এই ইস্যুকে সামনে আনতে চলেছে বিজেপি । দ্রুত লোকাল ট্রেন চালানোর দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে গেরুয়া শিবির । কারণ জেলা থেকে যে সমস্ত মানুষ শহরে আসেন তাঁরা সমস্যায় পড়ছেন । তাই একটা বড় অংশের মানুষের জনসমর্থন পাওয়া যাবে বলে মনে করছে বিজেপি ।