পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal BJP : পুজোর পরে রাজ্যজুড়ে তৃণমূল বিরোধী আন্দোলন, নীল নক্সা তৈরি করছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালাচ্ছেন না । জেলা থেকে বহু মানুষ শহরে আসতে পারছেন না । এই ইস্যুকে সামনে আনতে চলেছে বিজেপি । দ্রুত লোকাল ট্রেন চালানোর দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে গেরুয়া শিবির ।

BJP
BJP

By

Published : Aug 20, 2021, 10:24 PM IST

কলকাতা, 20 অগস্ট : বিধানসভার ভিতরে নয়, এবার তৃণমূলের বিরুদ্ধে বিধানসভার বাইরে রাজ্য জুড়ে আন্দোলনে নামার নীল নক্সা তৈরি করছে বিজেপি । পুজোর পরই 294টি বিধানসভা কেন্দ্রে আন্দোলনে ঝাঁপাতে চলেছে বিজেপি । মূলত স্থানীয় ইস্যুগুলি নিয়ে ময়দানে নামবে দল । ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি একাধিকবার দলীয় সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন । কী কী বিষয় নিয়ে আন্দোলনে নামা হবে তার একটা তালিকা তৈরি হয়েছে ওই বৈঠকে ।

বিজেপি সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে রাজ্যের মানুষের আর্থিক অবস্থা খুবই করুণ । কিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালাচ্ছেন না । এর ফলে জেলা থেকে বহু মানুষ শহরে আসতে পারছেন না । এই ইস্যুকে সামনে আনতে চলেছে বিজেপি । দ্রুত লোকাল ট্রেন চালানোর দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে গেরুয়া শিবির । কারণ জেলা থেকে যে সমস্ত মানুষ শহরে আসেন তাঁরা সমস্যায় পড়ছেন । তাই একটা বড় অংশের মানুষের জনসমর্থন পাওয়া যাবে বলে মনে করছে বিজেপি ।

দ্বিতীয়ত, রাজ্যে মোট কতগুলি কলকারখানা বন্ধ আছে তার জন্য অবিলম্বে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে । এই দাবিতে জেলায় জেলায় আন্দোলন হবে । তৃতীয়ত, স্কুল শিক্ষক সহ রাজ্য সরকারের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা দ্রুত নিতে হবে ও নিয়োগ করতে হবে, এই দাবিতে আন্দোলনে নামবে বিজেপি । দলীয় বিধায়কদের নিজেদের এলাকায় প্রতিটি ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন :Arvind Menon : বিয়ের পিঁড়িতে বিজেপির মেনন, সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করলেন

এই বিষয়ে বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা বলেন, "রাজ্য প্রশাসন শুধু করোনা বিধিনিষেধের অজুহাতে দেখিয়ে বিজেপিকে কোনও আন্দোলন করতে দিচ্ছে না । কিন্ত আমরা পুজোর পর রাজ্য সরকারের বিরুদ্ধে অল আউট আন্দোলনে সামিল হব । ইতিমধ্যে আমাদের সমস্ত বিধায়ক এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details