কলকাতা, 24 অগাস্ট : যোগদানের পর এবার শোভন-বৈশাখিকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে BJP । শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে BJP কাজে লাগাবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এবার সেই পথেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন-বৈশাখিকে নামাচ্ছে BJP ৷
দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতির দায়িত্বে ছিলেন শোভন চট্টোপাধ্যায় । এই দুই জেলার নাড়ি-নক্ষত্র তাঁর নখদর্পণে ৷ আর এই দুই জেলাতেই সাংগঠনিকভাবে খুব দুর্বল BJP ৷ তাই এবার দুই জেলায় বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে শোভনকে । দুই জেলার সভাপতির মাথার উপর বসানো হচ্ছে শোভনকে । বিধানসভাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে । বিধানসভায় নানা ইশুতে সওয়াল-জবাব করবেন শোভনই । অন্যদিকে, তৃণমূলে থাকাকালীন ওয়েবকুটার সভানেত্রী হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের । তাই BJP-র শিক্ষা সেলের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে দল ৷