কলকাতা, 10 ডিসেম্বর : "বিজেপি নিজেদের মিছিলে নিজেরাই লোক মারে ।" উত্তরকন্যা অভিযানে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যুর পর একথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার পর একই সুর শোনা গেল তাঁর গলায় । বললেন, দলের লোককে দিয়ে নিজেরাই নাটক সাজাচ্ছে বিজেপি ।
আজ ডায়মন্ড হারবারে সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় । ভাঙচুর চালানো হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও । কয়েকজন বিজেপি নেতা জখম হন । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব । অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপিই পরিকল্পনা করে এটা করেছে ।
মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি : নাড্ডা
এরপর মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও এর জন্য বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন । বলেন, দলের লোককে দিয়ে নাটক সাজাচ্ছে তারা । কনভয়ে 50টি গাড়ি থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন, "50টি গাড়ি থাকলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে । কনভয়ের পিছনে থাকা গাড়িতে ঢিল পড়ল আর সঙ্গে সঙ্গে কীভাবে ছবি তুলল ? সব কি তাহলে পরিকল্পনা ?" এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ঢিল ছোড়া হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন, "সব মিথ্যা সহ্য করব না ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হেস্টিংসে জে পি নাড্ডাকে কালো পতাকা দেখানোর ঘটনা নিয়ে তিনি বলেন, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই হেস্টিংসে ছিল । দিল্লি গেলে তাঁর সঙ্গেও ঝামেলা করা হয় বলে অভিযোগ করেন তিনি ।