পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ অনুমতি দেয়নি, মিছিলে অনড় বিজেপি - মিছিলে অনড় বিজেপি

গাড়ি মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের সিদ্ধান্তে মোটেও খুশি নন বিজেপি নেতারা । তাই গাড়ি ও বাইকের সংখ্যা কিছু কমিয়ে মিছিলের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির ।

BJP Rally in Kolkata
ছবি

By

Published : Jan 4, 2021, 7:07 AM IST

Updated : Jan 4, 2021, 10:30 AM IST

কলকাতা, 4 জানুয়ারি : আজকের মিছিল নিয়ে গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ ঘোষ, রাকেশ সিং ও শঙ্কুদেব পন্ডা । বৈঠকে আজকের মিছিল হওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেবজিৎ । তিনি বলেন, "প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে র‍্যালি হবে । পুলিশ জানিয়েছে একাধিক গাড়ি নিয়ে যাওয়া যাবে না । তাই গাড়ি ও বাইকের সংখ্যা কিছু কমানো হয়েছে ।" গাড়ি মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের সিদ্ধান্তে মোটেও খুশি নন বিজেপি নেতারা । বৈঠকে উপস্থিত থাকলেও সূত্র মারফত জানা গিয়েছে, এই মিছিলে থাকবেন না বৈশাখি বন্দোপাধ্যায় । এমনকী তিনি দলীয় পদও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির হয়ে সক্রিয় হয়ে পথে নামছেন শোভন চট্টোপাধ্যায় । সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক করা হয়েছে। বিজেপির কলকাতা জ়োনের মধ্যে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বেশ খানিকটা রয়েছে । আজ তাঁর মিছিল করে দলীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে । দুপুর সাড়ে 3টে নাগাদ কলকাতার আলিপুর থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে । কিন্তু গতরাতে শোনা যায়, লালবাজার থেকে মিছিলের অনুমতি মেলেনি ।

বৈঠকের পর কী বলছেন বিজেপি নেতারা ?

আরও পড়ুন : আলিপুর থেকে মিছিল করে সোমবার বিজেপির অফিসে যাবেন শোভন-বৈশাখি

এরপরই তড়িঘড়ি শোভনবাবুর বাড়িতে বৈঠকে বসে গেরুয়া শিবির । গভীর রাত পর্যন্ত আলোচনা হয় । ঠিক হয়, বাইকের সংখ্যা কিছুটা কমিয়ে মিছিল করবে বিজেপি । পুলিশের তরফে বলা হয়েছে, বাইক-গাড়ি নিয়ে মিছিল করলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে । সেই কারণেই অনুমতি দিতে চায়নি পুলিশ ।

Last Updated : Jan 4, 2021, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details