কলকাতা, 25 নভেম্বর: পৌরনিগম নির্বাচনের (Kolkata Municipal Election) দাবিতে এত দিন গলা চড়িয়ে আসছিল তারা । কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশনার (West Bengal Election commission) পৌর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করল বিজেপি (BJP in High Court)। তাদের দাবি, পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলা চলাকালীন বিজ্ঞপ্তি জারি করবে না বলে সাফ জানিয়েছিল কমিশন । তার পরেও ডিসেম্বরে পৌর নির্বাচন করানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন ।
বৃহস্পতিবার কমিশন পৌরনিগম নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে নেমে পড়ে বিজেপি । প্রথমার্ধেই বিষয়টি নিয়ে শুনানি চায় তারা । বিজেপির তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । কিন্তু তাতে রাজি হননি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । দুপুরে ফের আদালতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে বিজেপি ।
আরও পড়ুন:Babul Supriyo on Dilip Ghosh : দিলীপ ঘোষকে আহাম্মক বললেন বাবুল