পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুগলে ভোট প্রচারে শীর্ষে BJP, অনেক পিছনে তৃণমূল

দেওয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুনকে পিছনে ফেলে এগিয়ে এসেছে অনলাইনে ভোট প্রচার। আর সেই তালিকায় প্রথমে আছে BJP।

গুগল

By

Published : Apr 5, 2019, 2:30 PM IST

কলকাতা, 5 এপ্রিল : নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে হাড্ডাহাড্ডি টক্কর রাজনৈতিক দলগুলির। দেওয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুনের পাশাপাশি এবার বিজ্ঞাপনের জগতে এবার বেশি করে জায়গা করে নিয়েছে অনলাইন বিজ্ঞাপন। এই তালিকায় শীর্ষে আছে BJP।

গতকাল তাদের ব্লগে একটি তালিকা প্রকাশ করে গুগল। নির্বাচনকে কেন্দ্র করে তাদের স্বচ্ছতা প্রকাশ করতেই এই তালিকা প্রকাশ করল তারা। যেখানে দেখা যাচ্ছে বিজ্ঞাপন দেওয়ার নিরিখে শীর্ষে আছে BJP। 19 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত গুগলে BJP বিজ্ঞাপন দিয়েছে 554টি। যার মোট মূল্য 1.21 কোটি টাকা।

দ্বিতীয় স্থানে আছে জগনমোহন রেড্ডির YSR কংগ্রেস। তারা এই সময়ে বিজ্ঞাপন দিয়েছে 107টি। খরচ করেছে 1.04 কোটি টাকা। তবে এই তালিকায় অনেকটাই পিছিয়ে আছে কংগ্রেস। গুগল প্ল্যাটফর্মে মোট 14টি বিজ্ঞাপন দিয়ে 54 হাজার 100 টাকা খরচ করেছে জাতীয় কংগ্রেস। তবে এই তালিকায় অনেক পিছনে আছে তৃণমূল।

রিপোর্টে বলা হয়েছে বিজ্ঞাপন সবথেকে বেশি এসেছে অন্ধ্রপ্রদেশ (1.73 কোটি) থেকে। এরপরে আছে তেলাঙ্গানা (72 লাখ), উত্তরপ্রদেশ (18 লাখ), মহারাষ্ট্র (17 লাখ) ও পশ্চিমবঙ্গ (9 লাখ 21 হাজার)।

পাশাপাশি অপর একটি রিপোর্টে জানানো হয়েছে, গতমাসে ফেসবুকে চলা প্রথম 10 বিজ্ঞাপন ছিল BJP-র। নির্বাচনে বিজ্ঞাপনকে আরও স্বচ্ছ করতে তাদের পলিসির পরিবর্তন করেছে গুগল। কোনও রাজনৈতিক দল গুগলে বিজ্ঞাপন দিতে গেলে জাতীয় নির্বাচন কমিশনের থেকে সার্টিফিকেট আনতে হবে। তবেই সেই বিজ্ঞাপনটি ব্যবহার করবে গুগল।

ABOUT THE AUTHOR

...view details