কলকাতা, 22 নভেম্বর: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল বিধানসভা ৷ ডেঙ্গি ইস্যুতে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের বিধায়করা (BJP Dengue Protest in Assembly) ৷ আর সেই বিক্ষোভে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই শুভেন্দু অভিযোগ করলেন স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার জবাব দিতে চায় না ৷ এমনকি বিরোধীদের তরফে ডেঙ্গি ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করা হলেও, তা মানা হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷
প্রসঙ্গত, গতকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক করেন ৷ সেখানে ডেঙ্গি প্রতিরোধ একাধিক নির্দেশিকার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে শহরের ডেঙ্গি সংক্রমণ নিয়ে তিরস্কার করেন তিনি ৷ এনিয়ে বিজেপির তরফে আজ বলা হয়, মুখ্য়মন্ত্রী গতকাল বৈঠক করেছেন ৷ এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিষদীয় মন্ত্রীও যদি বিবৃতি দিতেন, আমরা সরকারের পদক্ষেপকে স্বাগত জানাতাম ৷’’