পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে শিল্প সম্মেলন করার কোনও অধিকার নেই BJP-র : সৌগত - বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট

বাংলায় লগ্নির লক্ষ্যে শিল্প সম্মেলন করার কথা ঘোষণা করেছিলেন BJP-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত । 2021 সালের জানুয়ারি মাসে এই উদ্যোগ সম্পন্ন করার কথা বলেন তিনি । BJP-র শিল্প সম্মেলন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক । বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক শিবির ।

Sougata Roy
সৌগত রায়

By

Published : Oct 31, 2020, 11:06 PM IST

কলকাতা, 31 অক্টোবর : "রাজ্যে BJP-র শিল্প সম্মেলন করার কোনও অধিকার নেই । শিল্প সম্মেলন শুধুমাত্র রাজ্য সরকার করতে পারে । একটি দল ক্ষমতায় না থাকলে কি রাজ্যে শিল্প প্রতিষ্ঠা করতে পারবে ?" BJP-র শিল্প সম্মেলনের ঘোষণাকে তৃণমূলের তরফে এভাবেই নস্যাৎ করে দিলেন সাংসদ সৌগত রায় ।

বাংলায় লগ্নির লক্ষ্যে শিল্প সম্মেলন করার কথা ঘোষণা করেছিলেন BJP-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত । 2021 সালের জানুয়ারি মাসে এই উদ্যোগ সম্পন্ন করার কথা বলেন তিনি । BJP-র শিল্প সম্মেলন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক । বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক শিবির । চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে বর্তমানে কোরোনা সংক্রমনের কারণে স্পষ্ট করে কিছু বলেননি তিনি ।

এদিকে, 2021 সালে রাজ্যে সরকার গড়তে মরিয়া BJP শিবির । নির্বাচনের আগে রাজ্যে শিল্প সম্মেলনের কথা ঘোষণা করে গেরুয়া শিবির কর্মহীন যুব সম্প্রদায়কে কাছে টানার কৌশল নিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । তবে BJP-র এই শিল্প সম্মেলনের দাবিকে অমূলক বলেই উড়িয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল ।

BJP-র দাবিকে নস্যাৎ করে দিয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "BJP-র শিল্প সম্মেলন করার কোনও অধিকার নেই । শিল্প সম্মেলন একমাত্র রাজ্য সরকার করতে পারে ‌‌। একটি দল ক্ষমতায় না থাকলে কি রাজ্যে শিল্প প্রতিষ্ঠা করতে পারবে ? শুধু বক্তৃতা দেওয়ার সম্মেলন। লাভ হবে না এতে ।"

ABOUT THE AUTHOR

...view details