কলকাতা, 3 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Aawas Yojana) দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ এ নিয়ে একটি জনস্বার্থ মামলা (BJP Filed PIL in Calcutta HC) দায়ের করেছেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে করা এই মামলায় উপযুক্ত তদন্তের দাবি করেছেন তিনি ৷ এমনকি যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে, তার উপরেও স্থগিতাদেশ চাওয়া হয়েছে এই জনস্বার্থ মামলায় ৷
বিজেপির অভিযোগ, ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে ব্যাপক গড়মিল রয়েছে ৷ ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধভাবে শাসকদলের নেতানেত্রীদের ঘনিষ্ঠদের নাম প্রাপকদের তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ ৷ এদিন মামলাটি আদালতে গ্রহণ করা হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 16 জানুয়ারি ৷
এই সংক্রান্ত অন্য আরও একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কান্দি পৌরসভার কাছে আগামী 14 জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷ যেখানে 66টির বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে ওই মামলাটিতে ৷ বিজেপি নেতা দেবজ্যোতি রায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷