পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরপ্রদেশ, গুজরাতে কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে না ; কেন্দ্রকে আক্রমণ পার্থর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইজ়ারি নোটের তীব্র সমালোচনা করলেন পার্থ চট্টোপাধ্যায় । রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jun 10, 2019, 6:48 AM IST

Updated : Jun 10, 2019, 7:09 AM IST

কলকাতা, 10 জুন : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এর তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । প্রশ্ন তুললেন, উত্তরপ্রদেশ, গুজরাতে শিশু, যাদবরা খুন হলেও কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না ।

শনিবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রাজনৈতিক হিংসায় তিনজনের মৃত্যু হয় । তার মধ্যে 2 জন BJP কর্মী । একজন তৃণমূল কর্মী । হিংসার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । এরইমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে অ্যাডভাইজ়ারি নোট পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ করার কথা বলা হয়েছে ।

আর এই অ্যাডভাইজ়ারি নোটের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যে শান্তি বজায় রয়েছে । তাহলে কেন অ্যাডভাইজ়ারি নোট পাঠাচ্ছে ? BJP শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাতে শিশু এবং যাদবরা খুন হচ্ছে । কিন্তু, সেখানে কোনও অ্যাডভাইজ়ারি নোট পাঠানো হচ্ছে না । কেন পাঠানো হচ্ছে না ? রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে BJP । এবং তারা আমাদের কর্মীদের মারছে ।"

ভিডোয়োয় শুনুন বক্তব্য

রাজ্যে গণতন্ত্র নেই বলে BJP নেতারা আক্রমণ করছেন । এর জবাবে তৃণমূলের মহাসচিব বলেন, "আর যাই হোক, BJP-র কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে না । দু'দিন আগেই গঙ্গারামপুরে পুলিশকর্মীদের উপর হামলা চালিয়েছে । BJP গণতন্ত্রে বিশ্বাস করে না ।"

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে তিনি বলেন, "এটা তাদের করতে দিন । তারাও নির্বাচিত সরকার । আমরাও নির্বাচিত সরকার । তাহলে একটা নির্বাচিত সরকারকে কেন বিরক্ত করা হচ্ছে ? রাজ্য সরকার, তৃণমূল এবং দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । রাজ্যে শান্তি বজায় রয়েছে । দিল্লিতে বসে BJP নেতারা বাংলার পরিস্থিতি বুঝতে পারবেন না । রাজনৈতিক উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে ব্যবহার করছে BJP ।"

Last Updated : Jun 10, 2019, 7:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details