কলকাতা, 29 ডিসেম্বর: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 35টি আসন জিততে চায় বিজেপি ৷ সেই লক্ষ্য়ে পৌঁছাতে ঠিক কী কী করা উচিত, তা নিয়ে নানা আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে ৷ বিজেপি সূত্রের খবর, বাইরের সংস্থাকে এনেও পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে চায় দলের শীর্ষ নেতৃত্ব ৷ এতে নির্বাচনী রণকৌশল ঠিক করা অনেক সহজ হবে ৷
2019 সালে বিজেপি তিনশোর বেশি লোকসভা আসনে জয়ী হয়েছিল ৷ এবার তার থেকেও বেশি আসনে জিততে মরিয়া নরেন্দ্র মোদি-অমিত শাহরা ৷ বিজেপির মূল শক্তি যেখানে, সেই হিন্দিবলয়ে 2014 থেকে প্রায় সবক’টি আসনেই জিতছে তারা ৷ তাই আসন সংখ্যা বৃদ্ধিতে বিজেপি এমন বেশ কয়েকটি রাজ্যে নজর দিয়েছে, যেখানে আগের তুলনায় দ্বিগুণ সাফল্য আনা যায় ৷
সেই রাজ্যগুলির তালিকায় অন্যতম পশ্চিমবঙ্গ ৷ এই রাজ্যে 42টি লোকসভা আসন ৷ 2019 সালের 18টি আসনে জিতেছিল বিজেপি ৷ এবার 35টি আসনে জিততে চায় তারা ৷ তাই এখন থেকেই বিজেপি ঝাঁপিয়ে পড়েছে বঙ্গে নির্বাচনী সাফল্য আনতে ৷ চলতি সপ্তাহে কলকাতায় এসে এই রাজ্যের বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন অমিত শাহ (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) ও জেপি নাড্ডা (বিজেপির জাতীয় সভাপতি) ৷
বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ বাংলায় বিজেপির দুর্বলদিকগুলি, সাংগঠনিক খামতিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ৷ পাঁচ বছর আগে জয়ী সাংসদদের রিপোর্ট কার্ড নিয়েও কাটাছেঁড়া হয় বৈঠকে ৷ তার পর দলের নেতাদের কাছ থেকে বঙ্গে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে ‘ইনপুট’ চেয়েছে দিল্লির গেরুয়া শিবিরের নেতারা ৷ কিন্তু শুধু দলের নেতাদের কথা ‘বিশ্বাস’ করতে নারাজ শাহ-নাড্ডারা ৷ বরং তৃতীয়পক্ষকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা করা হয়েছে ৷
গেরুয়া শিবিরের একটি সূত্র বলছে, একেবারে তৃণমূলস্তরে সমীক্ষা করে বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা, কোন কোন আসনে জয়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন প্রার্থী জিততে পারেন, কোথায় কী কী খামতি রয়েছে, কী করলে দল এখানে শক্তিশালী হবে, তা খতিয়ে দেখতে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সংস্থাটি ভিনরাজ্যের৷ তাদের প্রতিনিধিরা এসে পুরোটা খতিয়ে দেখে যাবেন ৷