কলকাতা , 14 জুলাই : হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তৃণমূলের বিরুদ্ধে বিধায়ককে খুনের অভিযোগ তুলেছে BJP । আর কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে BJP প্রতিনিধিদল আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন । তাঁরা রাষ্ট্রপতির কাছে CBI তদন্তের দাবি জানান ।
আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ বাবুল সুপ্রিয় ও সাংসদ রাজু সিং বিস্তা সহ আরও অনেকে । রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর কৈলাস বিজয়বর্গীয় বলেন , "পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকটে । এতদিন BJP কর্মীদের হত্যা হচ্ছিল, সাংসদদের নিজেদের জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছিল আর এখন সেখানে বিধায়কেরও হত্যা হচ্ছে । আর হত্যা করার পর তা আত্মহত্যা দেখিয়ে দেওয়া হচ্ছে । এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই । অবিলম্বে বরখাস্ত করা দরকার । এই নিয়ে আমরা আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করি এবং বিধায়কের হত্যার ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছি । "