পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Central Team in Kolkata: নবান্ন অভিযানে আহত মীনাদেবীর বাড়িতে নাড্ডার প্রতিনিধি দল, গেল মেডিকেলেও - J P Nadda

13 সেপ্টেম্বর নবান্ন অভিযান (Nabanna Abhijan) ছিল ৷ এদিন কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ৷ বিজেপির অভিযোগ, পুলিশ গেরুয়া কর্মীদের অত্যাচার করেছে ৷ জখম কর্মীদের দেখতে রাজ্যে এলেন প্রতিনিধিরা (BJP Team meets hospitalised workers) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 17, 2022, 12:47 PM IST

Updated : Sep 17, 2022, 1:39 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: রাজ্যে এসেছে বিজেপির পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল । 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল । তবে নবান্ন কেন, তার ধারেকাছেও পৌঁছতে পারেনি গেরুয়া শিবিরের কোনও কর্মী, সমর্থক । পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মীদের । রণক্ষেত্র চেহারা নেয় কলকাতা, সাঁতরাগাছি, হাওড়া-ময়দান সহ বিভিন্ন এলাকা ।

এই অভিযানে মহিলা-পুরুষ নির্বিশেষে বহু বিজেপি কর্মী, সমর্থক পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে । মাথায় চোট লাগে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের । বহু বিজেপি কর্মী, সমর্থক বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এই পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ 'ফ্যাক্ট ফাইন্ডিং' দল গঠন করে সভাপতি জে পি নাড্ডা (BJP Fact Finding Committee over Nabanna Abhijan) ৷ দলটি কলকাতা এসে নবান্ন অভিযানের দিন ঠিক কী হয়েছে এবং পুরো পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেবেন শীর্ষ নেতৃত্বের কাছে ৷ প্রতিনিধি দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভা সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন আইএএস তথা লোকসভা সাংসদ অপরাজিতা সারঙ্গি, সুনীল যখার, রাজ্যসভার সাংসদ সমীর ওরান ৷

আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

সদস্যরা শনিবার সকালে কলকাতা মেডিকেল কলেজে যান ৷ সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল । নবান্ন অভিযানের দিন জখম কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করে কথা বলেন তাঁরা ৷ এরপর তাঁরা অসুস্থ মীনাদেবী পুরোহিতের বাড়িতে গিয়ে তাঁকেও দেখে আসেন (BJP delegation team meets Meena Devi Purohit and injured BJP workers) ৷

এছাড়া 2021-এর বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগও বরাবর শাসকদলের বিরুদ্ধে তুলে আসছে বিজেপি । বিজেপির অভিযোগ, তাদের বহু কর্মী, সমর্থকরা তৃণমূল কর্মীদের হাতে আহত হয়েছেন । রাজ্যের বিজেপি কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লির নেতারা । তাই নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগকে সামনে রেখে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসেছে কলকাতায় ।
সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধি দল আগামিকালের মধ্যে রিপোর্ট তৈরি করে তা বিজেপি সভাপতি জেপি নাড্ডার (J P Nadda, President of Bharatiya Janata Party) হাতে তুলে দেবে ।

আরও পড়ুন:আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক

Last Updated : Sep 17, 2022, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details