কলকাতা, 11 অক্টোবর : টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না CID । এই অভিযোগ তুলে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হল BJP-র তিন সদস্যের প্রতিনিধি দল । CBI তদন্তের আর্জি জানিয়েছে তারা ।
BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে আজ রাজভবনে যান জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত । রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মুকুল রায় বলেন, "মণীশ শুক্লা খুনের ঘটনায় যে পথে CID তদন্ত করছে তাতে আমাদের কোনও আস্থা নেই । আমরা জানি রাজ্যপাল CBI তদন্তের নির্দেশ দিতে পারেন না । কিন্তু রাজ্যপাল যাতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এবং এই তদন্ত যাতে সঠিক পথে যায় আমরা সেই আর্জি জানিয়েছি।"
আরও পড়ুন : মণীশ শুক্লা খুনে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা