পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: বিজেপি প্রার্থীকে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ, কমিশনে শুভেন্দু

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীকে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এছাড়া বিজেপির পক্ষ থেকে আরও একাধিক অভিযোগ জানানো হয় ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Jun 27, 2023, 8:11 PM IST

Updated : Jun 27, 2023, 8:54 PM IST

বিজেপি প্রার্থীকে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ

কলকাতা, 27 জুন: বিজেপি প্রার্থীকে জোর করে তৃণমূলের মিছিলে হাঁটানোর অভিযোগ ৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই প্রার্থী পিংকি হালদারকে নিয়ে তিনি এ দিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরেও যান ৷ সেখানে কমিশনের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির তরফে ৷

পিংকি হালদার ডায়মন্ড হারবার-1 ব্লকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের 60 নম্বর আসনে প্রার্থী হয়েছেন ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংকিকে পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটানো হয় ৷ ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম অধিকারী ও শামীমের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয় ৷

এ দিন পিংকিকেও সঙ্গে নিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা ৷ এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ একাধিক নেতৃত্ব ৷ তাঁরা পিংকির বিষয়টি ছাড়াও একাধিক দাবি জানান কমিশনে ৷ শুভেন্দু অধিকারী দাবি করেন যে বিজেপির পক্ষ থেকে একাধিক সময় কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা । একাধিক অভিযোগ জানানো হয়েছে তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

তিনি অভিযোগ করেন যে সাঁকরাইলের ওসিকে প্রকাশ্যে বিজেপির প্রার্থীকে চড় মারতে দেখা গিয়েছে । সেই সময় সিভিল পোশাকে ছিলেন ওই পুলিশ আধিকারিক ৷ তিনি এই নিয়ে একটি ভিডিয়ো দেখান সংবাদমাধ্যমকে ৷ ওই ভিডিয়ো দেখিয়ে শুভেন্দুর দাবি, খন্দকার সফিউদ্দিন আহমেদ জেলা পরিষদে কুর্মি সমাজের প্রতিনিধি বিজেপি প্রার্থী ক্যানসার আক্রান্ত শুভংকর মাহাতোকে প্রকাশ্যে চড় মেরেছেন ।

অন্য ঘটনাটি 5 জুনের । শুভেন্দুর অধিকারীর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মিছিলে হাঁটছেন ৷ এই ভিডিয়োর সিডি কমিশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান ৷ একই সঙ্গে জানিয়েছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কোর্টের দ্বারস্থ হবে বিজেপি ।

আরও পড়ুন:পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও সিপিএমের ‘ফ্রেন্ডলি ম্যাচ’ চলছে, পটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর

এছাড়াও তিনি জানান যে সঞ্জয় বনসালের বিষয়ে যে উত্তর পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে, তার থেকে বোঝা যাচ্ছে যে পুরো উত্তর বেআইনি । তাছাড়া 2019 এর লোকসভা ও 2021 এর বিধানসভা নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশন যে পুলিশদের সরিয়েছিল, তাঁদের পঞ্চায়েতেও সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী ।

Last Updated : Jun 27, 2023, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details