পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের 21 জুলাইয়ের পাল্টা বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস - BJP decides to pay homage to the martyr of July 21, the date tmc celebrate as Shaid Dibas

বিজেপি সূত্রে খবর, কলকাতায় হেস্টিংস অফিসে দুপুর দেড়টায় একটি ভার্চুয়াল সভা হবে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় বক্তব্য রাখবেন । আর দিল্লির রাজঘাটে সকাল 10টায় দিলীপ ঘোষ ধর্নায় বসবেন ।

বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস
বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস

By

Published : Jul 20, 2021, 4:43 PM IST

কলকাতা, 20 জুলাই : এবার 21 জুলাইয়ের পাল্টা শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে বিজেপি । আগামীকাল বিজেপির হেস্টিংস অফিসে ধর্না কর্মসূচি হবে । একইসঙ্গে দিল্লিতে রাজঘাটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির সমস্ত সাংসদরা ধর্নায় বসবেন । আজ বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই কথা জানান শমীক ভট্টাচার্য ।

বিজেপি সূত্রে খবর, কলকাতায় হেস্টিংস অফিসে দুপুর দেড়টায় একটি ভার্চুয়াল সভা হবে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় বক্তব্য রাখবেন । আর দিল্লির রাজঘাটে সকাল 10টায় দিলীপ ঘোষ ধর্নায় বসবেন । বিজেপির দাবি, 2 মে-এর পর বিজেপির 38 জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় বলি হয়েছেন ।

আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

আজ শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘পঞ্চায়েত থেকে বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির 124 জন কর্মী খুন হয়েছেন । তাই আমরা কাল তৃণমূলের পাল্টা শহিদ দিবস পালন করতে চাই ।’’ বিজেপি সূত্রে খবর, আগামিকাল ভার্চুয়াল মাধ্যমে বিজেপির 38টি সাংগঠনিক জেলাতে এই কর্মসূচি পালন করার জন্য জেলা সভাপতিদের নির্দেশ পাঠানো হয়েছে । প্রতিটি জেলার বিজেপির শহিদ পরিবারকে আগামিকাল আমন্ত্রণও জানানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details