কলকাতা, 12 অক্টোবর: বাংলায় দুর্গাপুজোর উদ্বোধনে এবারও আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে তিনি আসতে পারেন বলে জানা গিয়েছিল ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না ৷ বরং তাঁর জায়গায় আসতে পারেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ষষ্ঠীর দিন তিনি ওই পুজোর উদ্বোধনে আসতে পারেন ৷
উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর পৃষ্ঠপোষক প্রদীপ ঘোষ ও তাঁর ছেলে সজল ঘোষ ৷ সজল স্থানীয় কাউন্সিলর ৷ 2021 সালে কলকাতা পৌরনিগম নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন তিনি ৷ ফলে এই পুজোয় ইদানীং বিজেপি নেতাদের ভিড় লেগেই থাকে ৷ গতবারও এই পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত তিনি আসেননি ৷ পরিবর্তে মিঠুন চক্রবর্তী (বর্তমানে বিজেপি নেতা), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পুজোর উদ্বোধন করেন ।
এবার অমিত শাহ আসছেন না বলে খবর ৷ তবে তাঁর জায়গায় যদি জেপি নাড্ডা এই পুজোর উদ্বোধন করেন, তাহলেও তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মত রাজনৈতিক মহলের ৷ কারণ, তিনিই এখন বিজেপির সংগঠনের প্রধান ৷ তাছাড়া এবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির ৷ তাই জেপি নাড্ডার হাতেই উদ্বোধনের সম্ভাবনা বেশি বলে মত বিজেপির একটি মহলের ৷
2020 থেকে 2022 সাল পর্যন্ত পরপর তিনবছর সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির তরফে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল ৷ এবার আর সেই পুজো হচ্ছে না ৷ তাই রাজ্যের সর্বত্রই নেতা-কর্মীদের স্থানীয় পুজোগুলির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । জেপি নাড্ডাও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি মণ্ডপে গিয়ে জনসংযোগ সারতে পারেন বলে খবর ৷