পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Chief JP Nadda: মহাসপ্তমীতে দুর্গাপুজো দেখতে কলকাতায় ‘বাংলার জামাই’ নাড্ডা - জগৎপ্রকাশ নাড্ডা

BJP Chief JP Nadda in Kolkata to Visit Durga Puja Pandals: বাংলার দুর্গাপুজোয় বিজেপির হেভিওয়েটদের ভিড় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর কলকাতায় এলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার তিনি বেশ কয়েকটি পুজো মণ্ডপে যাবেন বলে খবর ৷

BJP Chief JP Nadda
BJP Chief JP Nadda

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 12:53 PM IST

Updated : Oct 21, 2023, 1:40 PM IST

মহাসপ্তমীতে দুর্গাপুজো দেখতে কলকাতায় ‘বাংলার জামাই’ নাড্ডা

বিধাননগর, 21 অক্টোবর: মহাসপ্তমীর সকালে কলকাতায় এলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর দর্শনেই তাঁর এই সফর বলে বিজেপির তরফে জানা গিয়েছে ৷ শনিবার সকালে তাঁকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান বিজেপির রাজ্যস্তরের নেতারা ৷

এ দিন সকালে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন জেপি নাড্ডা ৷ তাঁকে স্বাগত জানানোর একটি ভিডিয়ো পোস্ট করা হয় পশ্চিমবঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে ৷ সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে নাড্ডাকে একে একে স্বাগত জানাচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী ফাল্গুনী পাত্র, বিধায়ক তথা মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ অনেকে ৷

পরে নাড্ডাকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ৷ সুকান্ত মজুমদার লেখেন, ‘‘কলকাতায় স্বাগত জেপি নাড্ডাজি... আপনি বছরের এই শুভ সময়টি আমাদের সঙ্গে পালন করুন এবং মা দুর্গা আপনাকে সুখ এবং সমৃদ্ধি বর্ষণ করুন সর্বদা... ৷’’

শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘বিজেপির মাননীয় জাতীয় সভাপতি জেপি নাড্ডা দুর্গাপুজো উৎসবে যোগ দিতে আজ কলকাতায় পৌঁছেছেন ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আমি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাই ।’’

বিজেপির জাতীয় সভাপতি আবার বাংলার জামাই৷ তাঁর স্ত্রী মল্লিকা বাঙালি ৷ আর এ দিন নাড্ডা একেবারে বাঙালি সাজে ধুতি পাঞ্জাবি পরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান ৷ এ দিন তাঁর একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, গত সোমবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই পুজোয় এবার থিম রামমন্দির ৷ সেই ‘রামমন্দির’-এ ইতিমধ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কর্ণাটকের বিজেপি সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য-সহ অনেকে ৷

এদিকে নাড্ডাকে স্বাগত জানাতে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘নাড্ডাজি বাংলার সংস্কৃতি জানেন, নাড্ডাজি বাংলার জামাই, শ্বশুরবাড়ি এবং তাঁর স্ত্রী বাঙালি সবাই জানেন আপনারা । সাধারণভাবে স্বাভাবিকভাবে বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে দুর্গাপুজো কীভাবে যুক্ত, সেটা সবাই জানে ৷ বাংলার সংস্কৃতি দুর্গাপুজো ছাড়া হতে পারে না ৷ দুর্গাপুজোতে অংশগ্রহণ করতেই নাড্ডাজী কলকাতা এসেছেন ৷’’

আরও পড়ুন:দশভুজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা

Last Updated : Oct 21, 2023, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details