কলকাতা, 29 নভেম্বর :আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন ৷ সোমবার এই নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর পাড়া অর্থাৎ ভবানীপুর বিধানসভার অন্তর্গত 73 নম্বর ওয়ার্ডে এবার গেরুয়া শিবির প্রার্থী করেছে ইন্দ্রজিৎ খটিককে (bjp candidate of 73 no ward) ৷ এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্য়োপাধ্যায় ৷
লড়াই কঠিন, তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এদিন প্রচারে নেমেছেন ইন্দ্রজিৎ। প্রচারের ফাঁকেই তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের ৷ এই নির্বাচনকে অবশ্য কঠিন বলে ধরতে নারাজ তিনি ৷ জানিয়েছেন, মানুষই আসল বিচারক, তাঁরাই ভোট দেবেন ৷ মুখ্যমন্ত্রীর ওয়ার্ড হলেও এই ওয়ার্ডে বহু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, "মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে উন্নয়ন হয়নি, রয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ৷ জিতলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করব ৷ কেন্দ্রের প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৷"