কলকাতা, 6 জানুয়ারি : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তাহীনতার ঘটনার নিন্দায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি । আজ সন্ধ্যা 6 টা থেকে বিজেপির 42টি সাংগঠনিক জেলাতেই মোমবাতি মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে (BJP Candle Rally) । কলকাতায় রাজ্য দফতর থেকে মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
বিজেপির দাবি, পঞ্জাবে প্রধানমন্ত্রী কোনওভাবে প্রাণে বেঁচে ফিরেছেন । পঞ্জাব সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ । এটা কংগ্রেস সরকারের চক্রান্ত । এটা একটা ন্যাক্কারজনক ঘটনা । এর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ জানাবে বিজেপি ।
এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল বলেন, "প্রধানমন্ত্রীকে একপ্রকার হেনস্থা করা হল । পঞ্জাবে কংগ্রেস সরকারের চক্রান্তের ফলেই এই ধরণের ঘটনা ঘটেছে । তাই এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে আমরা মোমবাতি মিছিল করব ৷"