কলকাতা, 21 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে জলযন্ত্রণার ছবি এখন যেন কলকাতাবাসীর রোজনামচা ৷ তবে এই জল জমা দুর্ভোগে শুধু সাধারণ মানুষ নয়, ভুগছেন ভিআইপিরাও ৷ মঙ্গলবার বৃষ্টি কমার পর লুঙ্গি ও পঞ্জাবি পরে নিজের এলাকায় ঘুরে দেখছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ যা নিয়ে বুধবার কটাক্ষের সুর শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায় ৷
শহরে জলযন্ত্রণার থেকেও রাজ্যের শাসক-বিরোধী দলের মননে এখন শুধু ভবানীপুর উপনির্বাচন ৷ এই নির্বাচন এদিকে তৃণমূলের মর্যাদার লড়াই ৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীকে টক্কর দেওয়ার মরিয়া চেষ্টা বিজেপি-র ৷ যা নিয়ে শাসক ও বিরোধী দলের 'তু তু ম্যায় ম্যায়' লেগেই রয়েছে ৷ তবে দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে বক্তিগত আক্রমণে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বালুরঘাটের সাংসদ রাজ্য বিজেপি-র দায়িত্ব পাওয়ার পর সৌগত রায় বলেছিলেন, "সুকান্তর এক বছর সময় লাগবে সংগঠন চিনতে ৷ বিজেপি এখনও হারের অজুহাত খুঁজছে ৷ দিল্লি থেকে হনুমান এসেছে ৷"
নিজের এলাকার জমা জল আগে নামানোর ব্যবস্থা আগে করুন সৌগত, কটাক্ষ সুকান্তর সৌগতবাবুর বক্তব্যের জবাবে বুধবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, "উনি যে ভাষায় মন্তব্য করেছেন, তার উত্তর সেই ভাষায় দেওয়া খুব কঠিন। তবে আমি বলব, বিজেপি নিয়ে ওনাকে না-ভাবলেও চলবে ৷ উনি বরং নিজের বাড়ির জল সামলান। এই বয়সে উনি যেভাবে লুঙ্গি পরে জলের মধ্যে ঘুরছিলেন, তা দেখে আমাদের কষ্ট হয় ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ফিজিক্সের অধ্যাপকের এই অবস্থা দেখতে আমাদের ভাল লাগছে না। মনে হয়, উনি কিছুদিনের মধ্যেই দুয়ারে নৌকা প্রকল্পের সুবিধা নিতে রাজি হয়ে যাবেন ৷"
আরও পড়ুন :পেট্রোপণ্য জিএসটি-র আওতায় আনতে বাধা, তৃণমূলকে আক্রমণ সুকান্তর
এদিন ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হন নবনিযুক্ত বিজেপি-র রাজ্য সভাপতি ৷ তবে এ সব বিজেপি-র অজুহাত বলে মনে করছে তৃণমূল ৷ বিজেপি হারের কারণ খুঁজে বেড়াচ্ছে ৷ তাই এসব করছে ৷ এদিন এ মন্তব্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "ওনার বক্তব্যে ওনার চরিত্র ও সংস্কৃতি প্রাকাশ পেয়েছে ৷ আর পুলিশ আটকেছে কি না, তা দেখার জন্য আমি অনুরোধ করব, উনি রাজ্য সরকারকে দিয়ে মিডিয়া বন্ধুদের কাছে যে ভিডিয়ো ফুটেজ রয়েছে তা দেখুক ৷"