পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে রাজ্য প্রশাসন, দাবি BJP এর

মামলার বয়ানে বলা হয়েছে 2018 সালের পর থেকে ক্রমাগত BJP সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে রাজ্য প্রশাসন । বহু BJP সমর্থককে খুন করার জন্য সুপারি কিলার নিয়োগ করা হচ্ছে ।

Kolkata High court
Kolkata High court

By

Published : Oct 14, 2020, 9:33 PM IST

কলকাতা, 14 অক্টোবর : BJP এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে রাজ্য প্রশাসন । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্য BJP এর কো-কনভেনার অরবিন্দ মেনন । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাটি । মামলায় অরবিন্দ মেনন দাবি করেছেন, রাজ্য BJPএর 7 শীর্ষ নেতার বিরুদ্ধে এই মুহূর্তে ভুয়ো মামলা রয়েছে 138 টি ।

BJPএর জনসমর্থন ক্রমাগত এরাজ্যে বাড়ছে । সেই জন্য বিরোধী কণ্ঠ বন্ধ করতেই এমন মামলা করা হচ্ছে বলে দাবি করেন তিনি । BJPএর 7 নেতার মধ্যে কৈলাস বিজয়বর্গীয় নামে রয়েছে চারটি মামলা । মুকুল রায়ের নামে 19 টি, দিলীপ ঘোষের নামে 24টি , বাবুল সুপ্রিয়র নামে 6টি ,অর্জুন সিং এর নামে 64 টি ,পবন সিং এর নামে 9টি এবং সৌরভ সিং এর নামে 12 মামলা রয়েছে । অরবিন্দ বাবুর আর্জি, এই সমস্ত মামলা অন্য রাজ্যে স্থানান্তর করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট । নতুবা রাজ্যের তদন্ত সংস্থা ছাড়া দেশের যেকোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক এই সমস্ত অভিযোগের । তিনি বলেন, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে BJP এরাজ্যে ভোট পেয়েছিল 18% । তার আগে এ রাজ্যে BJPএর ভোট ছিল মাত্র 1% ।17% ভোট বেড়েছিল BJPএর । 2019 সালে লোকসভা নির্বাচনে BJP ভোট পায় প্রায় 40 শতাংশ । সেই জন্য কণ্ঠরোধ করার জন্যই রাজ্য সরকার BJPএর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা করছেন বলে মামলার বয়ানে দাবি করেছেন তিনি ।

মামলার বয়ানে বলা হয়েছে 2018 সালের পর থেকে ক্রমাগত BJP সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে রাজ্য প্রশাসন । বহু BJP সমর্থককে খুন করার জন্য সুপারি কিলার নিয়োগ করা হচ্ছে । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । BJPএর নেতা ও সমর্থকদের বিরুদ্ধে সেই কারণেই সাজানো মামলা একের পর এক চাপানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details