পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করিমপুরে জয়প্রকাশকে সামনে রেখে জয় চাইছে BJP - বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা

তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল BJP । বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে দলের অভিজ্ঞ নেতৃত্বর উপরই ভরসা রাখা হচ্ছে বলে BJP সূত্রে খবর ।

প্রার্থী

By

Published : Nov 2, 2019, 9:40 PM IST

কলকাতা, 2 নভেম্বর : বিধানসভা উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল BJP । আজ তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে BJP ।

করিমপুরের প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে । করিমপুর বিধানসভা আসনে জিততে দলের অভিজ্ঞ নেতৃত্বর উপরেই ভরসা রাখতে চাইছে দল । আর তাই জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করা হয়েছে বলে খবর । BJP-তে যোগ দেওয়ার পর তিনি এই প্রথম দলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন । রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ভূমিপূত্র প্রেমচাঁদ ঝা-কে । পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তিনি । জেলায় দিলীপ ঘনিষ্ঠ নেতাই হিসেবেই পরিচিত । এছাড়া লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত । এই কেন্দ্রে BJP-র প্রার্থী কমলচন্দ্র দেবনাথ । জেলা পরিষদের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ।

BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই তিনটি আসনেই BJP জয়লাভ করবে । দল সেভাবেই প্রস্তুতি শুরু করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details