কলকাতা, 4 অক্টোবর: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করলে তো মন্ত্রী রাজ্য সরকারকে উলঙ্গ করে দিতেন ৷ সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মন্ত্রীর সঙ্গে দেখা করেননি ৷ এমনই দাবি বঙ্গ বিজেপির ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
মঙ্গলবার দিল্লির কর্মসূচিকে তৃণমূলের ড্রামাবাজি বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, প্রথমে কৃষিমন্ত্রী পাঁচজন সাংসদকে সময় দিয়েছিলেন ৷ তারপর ছয় জনকে সময় দিয়েছিলেন তিনি ৷ তারপরে সমস্ত সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন ৷ এরও পরে তৃণমূলের দাবিতে জনতার সঙ্গেও কথা বলার জন্য রাজি হন মন্ত্রী ৷ তবে তিনি বলেছিলেন যে, আগে তিনি সাংসদদের সঙ্গে কথা বলবেন, সমস্যাটা কী তা জানবেন ৷ তারপরে বাকিদের সঙ্গে কথা বলবেন । কিন্তু তাতেও তাঁরা বললেন যে, না আগে জনতার সঙ্গে কথা বলতে হবে । অর্থাৎ কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস মন্ত্রীর সামনাসামনি হতে চাইছিল না ৷ কারণ তাহলে তো মন্ত্রী সব ফাঁস করে দেবেন । মন্ত্রী সমস্ত তথ্য দিয়ে উলঙ্গ করে দেবেন । কারণ তথ্য সব বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ।
5 অক্টোবর তৃণমূলের রাজভবন অভিযান নিয়ে সুকান্ত বলেন যে, "তৃণমূল যা ইচ্ছে করুক ৷ কিন্তু বিষয়টি হচ্ছে মন্ত্রীর সঙ্গে দেখা না-করে পালিয়ে গেলেন কেন ? তাঁরা ভয়ে পালিয়ে এসেছেন । কারণ নিজের কাছে যুক্তি নেই ।" তাঁর প্রশ্ন, "বিজেপি 50 জন জনতাকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে তিনি কি দেখা করবেন ? দম আছে ?"