কলকাতা, 19 এপ্রিল :আবারও পৌরসভা নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বঙ্গ বিজেপিতে (allegations of selling tickets against BJP) । এ বার পৌরসভার ভোটে 12 লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম ব্যবহার করেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ । ইটিভি ভারতের হাতে এসেছে বিস্ফোরক এক অডিয়ো । যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
মধ্যমগ্রাম পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী কর্মকার । তিনি এই ওয়ার্ডেরই একজন বিজেপি কর্মী । অভিযোগ, তাঁকে 12 লক্ষ টাকার বিনিময়ে মধ্যমগ্রাম পৌরসভার টিকিট বিক্রি করা হয় । স্থানীয় বিজেপির নেতা রাজা ভট্টাচার্য ও জয় চক্রবর্তী তাপসী কর্মকারের থেকে ধাপে ধাপে প্রায় 12 লক্ষ 20 হাজার টাকা নেন বলে অভিযোগ । আর সুকান্ত মজুমদারের অফিসে 1 লক্ষ টাকা পাঠানো হয়েছে বলে জানান ওই দুই ব্যক্তি । এমনকী তাপসী কর্মকারের বাড়িটিও এই দুই অভিযুক্তের একজনকে বন্ধক দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । টিকিট পাওয়ার পরও তাপসী কর্মকারের থেকে আরও টাকার জন্য তাঁরা নাকি ক্রমশ চাপ দিতে থাকেন ।
অভিযোগ, তাপসী কর্মকারের অজান্তেই তাঁর বাড়িটিকে অন্য একজনের কাছে গচ্ছিত রাখতে বাধ্য করা হয় । এই টাকা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অফিসে পাঠানো হয়েছে বলেও দুই অভিযুক্ত জানান ।
আরও পড়ুন:Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ