পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা - BJP-র পৌরনিগম অভিযান

চাঁদনি চকে ব্যারিকেড করে BJP কর্মী সমর্থকদের আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মীদের ৷

বিজেপি

By

Published : Nov 13, 2019, 2:54 PM IST

Updated : Nov 13, 2019, 3:28 PM IST

কলকাতা, 13 নভেম্বর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP কর্মী সমর্থকদের আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মীদের ৷ পালটা জলকামান দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা পুলিশের ৷ দফায় দফায় উত্তেজনা ৷ মাঝরাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন BJP-র কর্মীরা ৷

জলকামান পুলিশের

পূর্ব ঘোষণা মতো আজ পৌরনিগম অভিযান শুরু করে BJP-র যুবমোর্চা ৷ যার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ ৷ BJP-র অভিযান আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ করা হয়েছিল ব্যারিকেড ৷ রাখা হয়েছিল জলকামান ৷ চাঁদনি চক চত্বরে মিছিল আটকায় পুলিশ ৷ ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন BJP-র কর্মী-সমর্থকরা ৷ তখন জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় ৷ জানা গেছে, BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও দেবজিৎ সরকার জলকামানের আঘাতে জখম হয়েছেন ৷ তাঁদের পুলিশ আটকও করেছে ৷

চাঁদনি চক চত্বরে ধুন্ধুমার । দেখুন ভিডিয়ো...

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম ৷ এই স্লোগানে আজ পথে নামে BJP ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হয় ৷ সেই মিছিল কলকাতা পৌরনিগমের দিকে এগোতে শুরু করে ৷ ফলে গোটা মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজট হয় ৷

Last Updated : Nov 13, 2019, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details