পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Agitation: অশোকের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ বিজেপির

BJP Agitation at Amherst Street Police Station: কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তুলেছে বিজেপি ৷ এই দাবিতে বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখায় থানায় ৷

Amherst Street Police Station
Amherst Street Police Station

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 5:00 PM IST

Updated : Nov 16, 2023, 5:36 PM IST

কলকাতা, 16 নভেম্বর: শিয়ালদার পাটুয়াটোলা লেনের বাসিন্দা অশোক কুমার সিংহের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার আবারও আমহার্স্ট স্ট্রিট থানায় যান উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ । তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিজেপি কর্মী ও সমর্থক ।

প্রসঙ্গত, বিজেপির এক সক্রিয় কর্মীর আত্মীয় ছিলেন এই অশোক কুমার সিংহ । বিজেপির অভিযোগ যে বুধবার রাতে তাঁকে আমহার্স্ট স্ট্রিট থানার ডেকে নিয়ে যাওয়া হয় । থানায় তাঁর উপর অত্যাচার চালানো হয়, যাঁর ফলে তাঁর মৃত্যু হয় । দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার রাতেই বিজেপি নেতা সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ-সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা থানার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ।

এই মৃত্যুর তদন্ত যাতে নিরপেক্ষভাবে করা হয় এবং মৃতের পরিবার যাতে যথাযথ ন্যায় পায়, সেই দাবি নিয়ে থানায় যায় রাজ্য বিজেপি । কোনও সরকারি হাসপাতালে যাতে ময়নাতদন্ত করানো না হয়, সেই দাবিও করে তারা ।

পুলিশের বিবৃতি অনুসারে, অশোক কুমার সিংহ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার আগে অশোক নিজের ফোন থেকে এক বিজেপি নেতাকে ফোনও করেছিলেন । এই বিষয় তমোঘ্ন ঘোষ জানান যে এটা খুব স্বাভাবিক যে কেউ কোনও সমস্যায় পড়লে তিনি স্থানীয় নেতাকে ফোন করবেন ।

পাশাপাশি তিনি আরও জানান যে পুলিশের কাছে তাঁর অসুস্থ হয়ে পড়ার যদি কোনও ফুটেজ থাকে, সেটা জমা করলেই তো সমস্যা মিটে যায় । পরিবার ফুটেজ দেখে যদি মনে করে যে এটা একটা স্বাভাবিক মৃত্যু, তাহলে কারও কিছু বলার নেই । স্বাভাবিক বা অস্বাভাবিক দুটোই তাঁর পরিবারের জানার অধিকার রয়েছে । কিন্তু গতকাল প্রথমে ফুটেজ দেখানো হবে বলে থানার ভেতর নিয়ে গিয়ে ফুটেজ দেখানো হল না ।

তাই বৃহস্পতিবার বিজেপি দাবি করে যে ফুটেজ থেকে যদি দেখা যায় যে এটা একটা স্বাভাবিক মৃত্যু, তাহলে কোনও সমস্যা নেই ৷ কিন্তু যদি দেখা যায় যে এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তাহলে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে । যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কখনোই এই তদন্ত করতে পারেন না ।

আরও পড়ুন:

  1. থানায় রহস্যমৃত্যু, আমহার্স্ট স্ট্রিটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল লালবাজার
  2. থানায় পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে বিজেপি, আজই শুনানির আশ্বাস প্রধান বিচারপতির
Last Updated : Nov 16, 2023, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details