কলকাতা, 19 মে: তাঁর পরিবারই আসল টার্গেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিশ দেওয়ার পরই কার্যত এই ভাষাতেই উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে মমতা জানান, তাঁর দল, তাঁর পরিবারের সদস্যদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। সেই সঙ্গে, গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর অভিযোগ, আদতে নবজোয়ার কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্যই এই পরিকল্পনা করেছে বিজেপি। তবে এত কিছু করে অভিষেককে আটকালে নবজোয়ার থামবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেক্ষেত্রে তিনি নিজেই এবার প্রতি জেলায় যাবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা ৷
হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেকের মামলা খারিজ হতেই সিবিআইয়ের নোটিশ আসে তাঁর কাছে ৷ বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে ছিলেন অভিষেক ৷ সেখান থেকেই তিনি জানিয়ে দেন, কর্মসূচি একদিন স্থগিত রেখে তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ৷ এরপর বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সিবিআইয়ের তলব আসলে বিজেপির চাল ৷ কিন্তু এসব করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায় ৷
অভিষেককে বিজেপি ভয় পায় ৷ নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তার চেষ্টা চলছে ৷ তর্জন গর্জন করে তৃণমূলকে থামানো যাবে না ৷" এরই সঙ্গে মমতা বলেন, "নবজোয়ার বন্ধ করার চেষ্টা করছে বিজেপি ৷ অভিষেককে আটকে নবজোয়ার বন্ধ করা যাবে না ৷ অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব ৷ বিজেপির কথায় মাথা নত করব না ৷ রাজ্য জুড়ে সিপিএমের অত্যাচার দেখেছি ৷ আমি নবজোয়ারকে নব জনপ্লাবনে পরিণত করব ৷"