পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Delegation in Rampurhat : আজ রামপুরহাটে বিজেপির প্রতিনিধি দল, যাচ্ছেন শুভেন্দু অধিকারী - BJP Press Release over Rampurhat

রামপুরহাটে গণহত্যায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ আজ, বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন গেরুয়া শিবিরের 5 সদস্য ৷ আলাদা যাবেন শুভেন্দু (BJP Delegation in Rampurhat) ৷

5 member BJP delegation team in Rampurhat
রামপুরহাটে যাচ্ছেন সুকান্ত মজুমদার

By

Published : Mar 23, 2022, 9:53 AM IST

কলকাতা, 23 মার্চ : আজ রামপুরহাটে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল ৷ গতকাল বিজ্ঞপ্তি জারি কর এ কথা জানিয়েছে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ৷ বিজেপি-র জাতীয় সভাপতি জে পি নাড্ডার মনোনীত এই 5 সদস্যের প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করবে, জানানো হয়েছে গেরুয়া শিবিরের বিজ্ঞপ্তিতে (BJP 5 Member Team to visit Bogtui Rampurhat in Birbhum) ।

বিজেপির শীর্ষ নেতৃত্বের গঠিত তদন্ত দলে রয়েছেন :

  1. উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল ৷ বর্তমানে রাজ্যসভার সাংসদ ৷
  2. মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং ৷ বর্তমানে লোকসভা সাংসদ ৷
  3. কর্নাটকের প্রাক্তন পুলিশ কর্তা কে সি রামমূর্তি, রাজ্যসভার সাংসদ ৷
  4. সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি ৷
  5. প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, বিজেপির জাতীয় মুখপাত্র

আরও পড়ুন : Mamata sends Letter to Dhankhar : রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া চিঠি

ভারতীয় জনতা পার্টি বীরভূমের রামপুরহাটে গণহত্যার ঘটনায় গভীর ভাবে শোকাহত ৷ রাজ্য সরকারের কাছ থেকে তারা ন্যায়বিচারের দাবিতে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে ৷ ওই অঞ্চলে আইন শৃঙ্খলা স্থিতিশীল হোক, বিজ্ঞপ্তিতে জানিয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপির প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে প্রমাণ সংগ্রহ করবে ৷ এরপর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবে ।

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিজেপির প্রেস বিজ্ঞপ্তি

বিজেপির সূত্রে খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন । বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয় । রামপুরহাটের বিষয়টি জেপি নাড্ডাকে জানানো হয় । এরপর বিজেপি এই দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় । অন্যদিকে, আজই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রায় 50 জন বিধায়কের একটি প্রতিনিধি দলের রামপুরহাটে যাওয়ার কথা ।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম । অভিযোগ, সোমবার রাতে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ জ্বালিয়ে দেওয়া হয় প্রায় 10টি বাড়ি ৷ সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বগটুই গ্রামে ৷ যদিও পুলিশের দাবি সংখ্যাটা 7 ৷ একের পর এক ঝলসানো দেহ উদ্ধারের ঘটনায় সন্ত্রস্ত গ্রাম ৷ ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে ৷ জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে গ্রামে চলছে পুলিশি টহল ৷

আরও পড়ুন : Investigation of Rampurhat Incident : রামপুরহাটের ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাছ থেকে পৃথক রিপোর্ট তলব

ABOUT THE AUTHOR

...view details