পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 11, 2022, 6:21 PM IST

ETV Bharat / state

Bite Controversy: 'কামড়' বিতর্কে ভিন্ন সুর তৃণমূলেই, অভিযুক্ত পুলিশকর্মীকে সমর্থন বিধানসভার অধ্যক্ষের

পুলিশের 'কামড়' বিতর্ককে (Bite Controversy) হাতিয়ার করেছে বিরোধীরা ৷ তবে এই নিয়ে ভিন্ন সুর দেখা গেল তৃণমূলেই ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও (Biman Banerjee) সমর্থন পেলেন অভিযুক্ত পুলিশকর্মী ৷

bite-controversy-divides-tmc-as-assembly-speaker-biman-banerjee-backs-cops
'কামড়' বিতর্কে ভিন্ন সুর তৃণমূলেই, বিধানসভার অধ্যক্ষের সমর্থন অভিযুক্ত পুলিশকর্মীকে

কলকাতা, 11 নভেম্বর:আন্দোলনকারীকে পুলিশের কামড় নিয়ে (Bite Controversy) এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল । পুলিশের ‘কামড়’ ইস্যুতে এ বার সমর্থনের সুর শোনা গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) গলায় । ইতিমধ্যেই এই ইস্যুতে রাজনৈতিক মহল দ্বিধা-বিভক্ত । কেউ আন্দোলনকারী চাকরিপ্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন । আবার কারও সমর্থন পুলিশকর্মীর দিকে । কিন্তু রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা বললেন, তাতে তাঁর সমর্থন পুলিশকর্মীর দিকেই । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে । যদিও এ দিন নিজের মতামত জানানোর পর অধ্যক্ষ জানিয়ে দেন, এই বক্তব্য তাঁর ব্যক্তিগত ৷ দল বা বিধানসভার অধ্যক্ষ হিসাবে তিনি এই বক্তব্য রাখছেন না ।

এ দিন বিমান বন্দ্যোপাধ্যায় মূলত এই ঘটনার পেছনে প্ররোচনা দেখছেন । আর সেই কারণেই ওই পুলিশকর্মী এমন আচরণ করেছেন বলে মনে করছেন তিনি । আর তাই তিনি বলেছেন, "বিষয়টি বিচারাধীন । এ নিয়ে আর আমি কী বলব । কী প্ররোচনা তৈরি হয়েছিল দেখতে হবে । যদি কারওকে হঠাৎ এমনভাবে উত্তেজিত করে দেওয়া হয়, আর তিনি যদি সেই উত্তেজনা প্রশমনে কোনও কাজ করেন, তাহলে তা অপরাধ নয় ।"

প্রসঙ্গত, বুধবার বিকেলে রবীন্দ্র সদনের সামনে জমায়েত করেছিলেন 2014-র টেট পরীক্ষায় নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা । সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে তাঁদের । সে সময় পুলিশকর্মীরা বিক্ষোভরত সমস্ত আন্দোলনকারীকে ধাপে ধাপে গ্রেফতার করেন । পরে অবশ্য একটি ভিডিও সংবাদমাধ্যমে হইচই ফেলে দেয়, যেখানে দেখা যায় এক মহিলা পুলিশকর্মী ছুটে গিয়ে এক চাকরি প্রার্থীর হাত চেপে মুখটা নিচু করে দিচ্ছেন । পরে ওই চাকরিপ্রার্থী অভিযোগ করেন, তাঁর হাতে কামড়ে দিয়েছেন পুলিশকর্মী । তিনি অবশ্য হাতে কামড়ানোর দাগও দেখান । সেই সময় থেকেই পুলিশের কামড় নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ।

আরও পড়ুন:মহিলা চাকরি প্রার্থীকে কামড়ে দিল পুলিশ ! টেট-বিক্ষোভে নজিরবিহীন ঘটনা

শাসক দলের মধ্যেই এই নিয়ে কারও মধ্যে যেমন রয়েছে সমর্থনে সুর, একইভাবে অনেকে এর সমালোচনা করেছেন । যেমন তৃণমূল বিধায়ক অজিত মাইতি এই ঘটনায় পুলিশকর্মীকে সমর্থন জানিয়েছেন । অন্যদিকে, আবার দলের সাংসদ সৌগত রায় গোটা ঘটনাটাকে দুর্ভাগ্যজনক বলছেন ।

বিধায়ক অজিত মাইতির কথায়, "দিনের পর দিন গোটা সরকারকে অপদস্থ করার চেষ্টা । পুলিশকে কামড়ে দিলে তার বিনিময়ে পুলিশ কামড়ে দেবে না তো কি রসগোল্লা ছুড়বে ? এটা ভেবে দেখবেন । আজ এই রকম একটা চক্রান্ত সারা বাংলা জুড়ে চলছে । আমাদের সবাইকে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।"

অন্যদিকে দমদমের সাংসদ সৌগত রায় এই কামড় কাণ্ড নিয়ে বলতে গিয়ে বলেছেন, "আন্দোলনকারীকে কনস্টেবলের কামড় কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে । এটা দুর্ভাগ্যজনক ঘটনা । না হলেই ভালো হতো ।"

মোটের উপর এই মুহূর্তে কামড় কাণ্ড নিয়ে বিরোধীরা সরকারপক্ষকে কাঠগড়ায় তুলছে ৷ কিন্তু শাসকদলের মধ্যেও এই নিয়ে দ্বিমত রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details