কলকাতা, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ তাই সকাল থেকেই সাজসাজ রব BJP-র রাজ্য সদর দপ্তরে ৷ ধুমধাম করে BJP-র সদর কার্যালয়ে পালন করা হল নরেন্দ্র মোদির জন্মদিন । দলের মুরুলিধর সেন প্রধান কার্যালয়ে এই উপলক্ষে অনুষ্ঠান হয় ৷ গতরাত থেকেই এজন্য সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর সাজিয়ে তোলা হয়েছে । নরেন্দ্র মোদির কাট-আউটে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে । ফুল দিয়ে সাজানো হয়েছে সদর কার্যালয় ৷
নরেন্দ্র মোদির মূর্তিকে "মিষ্টিমুখ" করিয়ে জন্মদিন পালন - প্রধানমন্ত্রীর জন্মদিন
আজ সকালে প্রথমে নরেন্দ্র মোদির মূর্তিকে পাঁচ রকম "মিষ্টিমুখ" করানো হয় । এর পর 9 রকম পদ সাজিয়ে দেওয়া হয় মূর্তির সামনে । প্রধানমন্ত্রীর মূর্তিকে পায়েসও "খাওয়ানো" হয় । সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় ।
যয
আজ সকালে প্রথমে নরেন্দ্র মোদির মূর্তিকে পাঁচ রকম "মিষ্টিমুখ" করানো হয় । এর পর 9 রকম পদ সাজিয়ে দেওয়া হয় মূর্তির সামনে । প্রধানমন্ত্রীর মূর্তিকে পায়েসও "খাওয়ানো" হয় । সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় ।
BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে 7 দিন সেবা সপ্তাহ পালন করা হবে । সারাদিন ধরে রাজ্যজুড়ে কর্মসূচি পালিত হবে ৷"
Last Updated : Sep 17, 2019, 5:17 PM IST