পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বোর হচ্ছেন? ঘুরে দেখুন কয়লা খনি ! - ভার্চুয়াল টুর

লকডাউনে বিনোদনের জন্য BITM তাঁদের কয়লাখনির ধাঁচে তৈরি গ্যালারিটিতে ভার্চুয়াল ভিজ়িট শুরু করেছে । www.bitm.gov.in ওয়েবসাইটটিতে ঢুকলেই দেখতে পারবেন কয়লাখনি শ্রমিকদের কাজ ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 1:18 PM IST

কলকাতা, 8 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । গৃহবন্দী প্রায় সকলে । এই পরিস্থিতিতে বাড়ি বসে বোর হচ্ছেন ? বাড়ির চার দেওয়ালের ভিতর ভালো লাগছে না ? ঘুরে আসতে পারেন কয়লাখনি থেকে । দেখতে পারেন কেমন ভাবে কাজ করেন কয়লাখনির শ্রমিকরা । ভাবছেন কীভাবে যাবেন? লকডাউনে তো সমস্ত পরিবহন পরিষেবা বন্ধ । সকলের জন্য ভার্চুয়াল টুরের ব্যবস্থা করেছে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (BITM) ।

লকডাউনের কারণেই বিনোদনের জন্য এই প্রথমবার BITM তাঁদের এই কয়লাখনির ধাঁচে তৈরি গ্যালারিটিতে ভার্চুয়াল ভিজ়িট শুরু করেছে । এর পাশাপাশি বাকি 10টি গ্যালারিও ভার্চুয়াল টুরের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । www.bitm.gov.in ওয়েবসাইটটিতে ঢুকলেই চলে যেতে পারবেন বিজ্ঞানের দুনিয়ায় ।

এবিষয়ে BITM -এর অধিকর্তা ভি এস রামাচন্দ্রন বলেন, "লকডাউন থাকার ফলে ছাত্রছাত্রী বা যাঁরা এই মিউজিয়ামটি দেখতে ইচ্ছুক তাঁরা আসতে পারছেন না । তাই প্রথমবার BITM এই ধরনের ভার্চুয়াল টুরের ব্যবস্থা করেছে । যদিও মূল ওয়েবসাইটের সঙ্গে গ্যালারিগুলির ভার্চুয়াল টুরের অংশটিকে যুক্ত করার কাজ চলছিল কিছুদিন ধরেই । তবে লকডাউন ঘোষণা হওয়ার পর কাজটি আরও দ্রুত শেষ করে পরিষেবাটি চালু করা হয়েছে । লকডাউন উঠে গেলও চালু থাকবে এই পরিষেবাটি ।"

তিনি আরও বলেন, "ইতিমধ্যেই ওয়েবসাইটি তুলনামূলকভাবে বেশি ক্লিক পেয়েছে । এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এই ভার্চুয়াল টুরটি যেমন পছন্দ করেছেন, তেমন উপভোগও করছেন । আমাদের প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ররাই বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে অনলাইন মিউজ়িয়ামটি তৈরি করেছেন । মোবাইল থেকে কোনও ল্যাপটপ বা ডেস্কটপে টুরটি দেখলে অনেক বেশি বাস্তবের কাছাকাছি পৌঁছতে পারবেন দর্শকরা ।"

ABOUT THE AUTHOR

...view details