কলকাতা, 23 এপিল : দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে 3 মে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে চলেছেন বেআইনি কয়লাপাচার কাণ্ডের লিঙ্কম্যান বিনয় মিশ্র ৷
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত নির্দেশ দেন, আপাতত বিনয় মিশ্রকে গ্রেফতার করা যাবে না ৷ তবে আগামী 3 মে কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তাঁকে ৷ তার ঠিক পরই সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন বিনয় ৷ এটা কি কিছুটা হলেও রাজনৈতিক সমীকরণকে উস্কে দেয় ? প্রশ্ন বিরোধীদের ৷
কাকতালীয়ভাবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে 2 মে। ঠিক তার পরের দিনই অর্থাৎ 3 মে নিজাম প্যালেসে এই প্রথমবার হাজিরা দিতে চলেছেন কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। অভিযোগ, তাহলে কি এতদিন কোনও রাজনৈতিক সমীকরণ চলছিল সিবিআই এবং বিনয় মিশ্র মধ্যে ?
আরও পড়ুন :এখনই গ্রেফতার করা যাবে না বিনয় মিশ্রকে, নির্দেশ হাইকোর্টের
এর আগে একাধিকবার কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রের খোঁজ পাওয়ার চেষ্টা করেছে সিবিআই। তবুও তার নাগাল পাওয়া যায়নি। শেষে বিনয় মিশ্রের খোঁজ পেতে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই। পরে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি। পরে কলকাতায় আনা হলে বিকাশ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জামিনও পান। তারপরও কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের হদিশ পায় না সিবিআই। তবে কলকাতা হাইকোর্ট থেকে বিনয় মিশ্রের গ্রেফতারিতে রক্ষাকবচ টেনে দেওয়ার ফলে কিছুটা স্বস্তিতে তিনি ৷