পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল, পাহাড়ে গেলে শান্তি বিঘ্নিত হবে : বিনয় তামাং

বিনয় তামাং জানান , পাহাড়ের শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য । এছাড়া পাহাড়ের রাজনীতিসহ বিভিন্ন ইশুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি । বিমল গুরুঙকে নিয়ে তাঁরা ভাবছেন না । বিমল গুরুঙ পলিটিক্যাল ক্রিমিন্যাল । এই বিষয়টা নিয়ে প্রশাসনের ভাবা উচিত । বিমল গুরুঙ পাহাড়ে গেলে পাহাড় অশান্ত হবে ।

Binay Tamang
বিনয় তামাং

By

Published : Nov 3, 2020, 12:28 PM IST

Updated : Nov 3, 2020, 12:46 PM IST

কলকাতা , 3 নভেম্বর : পাহাড়ে ক্রমশ সুর চড়াচ্ছে বিনয় তামাংপন্থী মোর্চা । বিমল গুরুঙের প্রত্যাবর্তন আটকাতে পাহাড়জুড়ে চলছে মিছিল-মিটিং ও আন্দোলন । এই পরিস্থিতিতে পাহাড়ে অশান্তি রুখতে পাহাড়ের রাজনীতি-সহ বিভিন্ন ইশু নিয়ে আজ নবান্নে বিনয় তামাং, অনিত থাপা-সহ পাহাড়ের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিনয় তামাং । সেখানে তিনি বলেন , "পাহাড়ের মানুষ বিমল গুরুঙকে চায় না ।"

বিনয় তামাং জানান, পাহাড়ে শান্তি এবং সুস্থ পরিবেশ বজায় রাখাই হচ্ছে মূল লক্ষ্য । এছাড়া পাহাড়ের রাজনীতিসহ বিভিন্ন ইশুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি । বিমল গুরুঙকে নিয়ে তাঁরা ভাবছেন না । বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল । এই বিষয়টা নিয়ে প্রশাসনের ভাবা উচিত । বিমল গুরুং পাহাড়ে গেলে পাহাড় অশান্ত হবে ।

তিনি আরও বলেন , "বিমল গুরুঙের 2007-এর আগের রেকর্ডও দেখতে হবে । ওঁর ক্রিমিনাল রেকর্ড দেখার দরকার আছে । বিমল গুরুং পাহাড়ে গেলে পাহাড়ে যে শান্তির ছায়া রয়েছে তা বিঘ্নিত হবে । পাহাড়ের মানুষ বিমল গুরুঙকে চায় না । মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বিশ্বাস ভঙ্গ করতে চাই না । "

শুনে নিন বিনয় তামাঙের বক্তব্য

এই রাজনৈতিক পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক ফলপ্রসূ হয় কি না সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল ।

Last Updated : Nov 3, 2020, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details