কলকাতা , 23 অক্টোবর : কেন আজকের বৈঠক ক্রান্তি প্রেসে? কেন প্রদেশ কংগ্রেস দপ্তরে বৈঠক নয়? বাম কংগ্রেসের বৈঠকের শুরুতেই এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। পূর্বনির্ধারিত সূচি মেনেই ক্রান্তি প্রেসে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতা বৈঠক শুরু হয় । দেড় ঘণ্টার এই বৈঠকে ছন্দপতন ঘটে বেশ কয়েকবার। "বাম-কংগ্রেস" ঐক্য নয়, আগে কংগ্রেস পরে বামফ্রন্ট অর্থাৎ "কংগ্রেস-বাম" ঐক্যকেই মান্যতা দিতে হবে । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির এই দাবি শুনে স্বাভাবিকভাবেই বৈঠকের মাঝখানে মেজাজ হারিয়ে ফেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্ব আশঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে ঐক্যে ফাটল না ধরে ।
শুক্রবারের বৈঠক কেন ক্রান্তি প্রেসে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর যুক্তি, বিধানসভার কংগ্রেসের বিধায়ক সংখ্যা যেহেতু এখন বামফ্রন্টের চেয়ে বেশি, তাই বামফ্রন্টের সঙ্গে যাবতীয় বৈঠক হবে প্রদেশ কংগ্রেস দপ্তরে । যা শুনে হতবাক হয়ে যান CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগেও যাবতীয় বৈঠক হয়েছিল এই ক্রান্তি প্রেসেই ।