কলকাতা , 30 মে : বিপন্ন মানুষের জন্য দীর্ঘ লকডাউনের শুরু থেকেই যাদবপুরে জনতার রান্নাঘর চলছে । CPI(M)-এর উদ্যোগে প্রতিদিন নতুন নতুন স্বাদের খাবার মানুষের মধ্যে বিতরণ করে চলছে জনতার রান্নাঘর । আজ সেই রান্নাঘরের খাবার গরিব মানুষের হাতে তুলে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম এবং বামপরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী প্রমুখ ।
আজ মেনুতে ছিল ডাল , ভাত , তরকারি এবং ডিমের ঝোল ৷ প্রায় 500 জন মানুষের হাতে আজ এই খাবার তুলে দেওয়া হয় ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান , সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের কথা মনে রেখে জনতার রান্নাঘর শুরু করেছে CPI(M) । কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীন লকডাউনে ভিন রাজ্যের বহু মানুষ কলকাতায় আটকে পড়েছেন । তাঁরা শ্রমজীবী । তাঁদের খাবারের জন্য জনতার রান্নাঘর বিশেষ সাহায্য করবে ৷
যাদবপুরে জনতার রান্নাঘরে বিমান-সুজন , গরিব মানুষের হাতে তুলে দিলেন খাবার - যাদবপুরে গরিব মানুষদের খাবার বিতরণ বিমান-সুজনের
লকডাউনের শুরু থেকেই CPI(M)-এর উদ্যোগে যাদবপুরে জনতার রান্নাঘর চালু হয়েছিল ৷ আজও চলছে ৷ এখান থেকে প্রতিদিন বহু মানুষ খাবার পাচ্ছেন ৷ আজ সেই রান্নাঘরের খাবার 500 জন গরিব মানুষের হাতে তুলে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম এবং বামপরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী প্রমুখ ।
কলকাতা
তিনি আরও বলেন ," কলকাতার বিভিন্ন জায়গায় বামফ্রন্ট এবং CPI(M)-র উদ্যোগে গরিব মানুষকে খাওয়ানোর জন্য রন্ধনশালা চলছে । কয়েকদিন আগে বাঙুর হাসপাতালের কাছে নৈশকালীন খাবারের ব্যবস্থা করা হয়েছিল । সেখানেও প্রচুর মানুষ খাবার পেয়েছিলেন । লকডাউন যতদিন চলবে , ততদিন জনতার রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করতে পারবেন এলাকার গরিব মানুষ ।"